এই মুহূর্তে তাঁরা সিরিয়ালের পর্দায় শাশুড়িমা এবং বউমার চরিত্রে অভিনয় করবেন। অভিনেত্রী অপরাজিতা আঢ্যর পুত্রবধূর চরিত্রে দেখা যাবে ঈপ্সিতা মুখোপাধ্যায়কে। ‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালে কোকোর সঙ্গে টিটোর বিয়ে হয়েছে। এই কোকো কোজাগরীর (অপরাজিতার) অন স্ক্রিন পুত্রবধূ (ঈপ্সিতা)। বড় ছেলে টিটো তথা, অভিনেতা দেবোত্তম মজুমদারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে, থুড়ি কোকোকে। টানটান উত্তেজনা চলছে সিরিয়ালের সেটে। কোকো-কোজাগরীর রসায়ন কোন দিকে এগোবে, তাই নিয়ে চলছে জোর গবেষণা। তারই মধ্যে পর্দার বউমাকে নিয়ে ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে ডোলা’ গানের তালে নাচলেন অপরাজিতা।
যে কোনও সিরিয়ালের অন্য়তম চরিত্র অপরাজিতা হলে, সেই সেটে যে নাচ গান হবে, তা বলাই বাহুল্য। তাই মেকআপ সেরেই দুই অভিনেত্রী উদ্যাম নৃত্তে মাতিয়ে রাখলেন মেকআপ ঘর।
বাস্তবে এক দুর্দান্ত শাশুড়ি পেয়েছেন অপরাজিতা। TV9 বাংলাকে এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেছিলেন, শাশুড়িমাকে দেখেই তিনি তাঁর স্বামীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই শাশুড়ি মা তাঁর জীবনের চালিকাশক্তি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত অপরাজিতাকে কন্যা স্নেহে আগলে রেখেছেন এই মাতৃমূর্তি। তাঁর চুল আঁছড়ানো থেকে শুরু করে সকালে কোনও খাবার খেয়ে শুটিংয়ে যাবেন অপরাজিতা, সবই খেয়াল রাখেন তাঁর শাশুড়িমা। বিরামহীনভাবে বউমার সেবা করেন তিনি। অপরাজিতার মধ্যেও মাতৃত্ববোধ অপরিসীম। সেটের ছেলেমেয়েদের নিজের সন্তানের মতো ভালবাসেন তিনি।