লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। জোরকদমে চলছে ভোটের প্রচার। এবার প্রথম রাজনীতিতে যুক্ত হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ইচ্ছাতে এই প্রথম ভোটের ময়দানে দেখা যাবে রচনাকে। তিনি প্রার্থী হয়েছেন হুগলির। তাঁর বিপরীতে রয়েছেন আর এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। লকেটকে লড়তে দেখা যাবে বিজেপি শিবির থেকে। ভোটে রোদে-জলে ঘেয়েনেয়ে কাজ করছেন রচনা। প্রচার করছেন হুড খোলা জিপে চেপে। রাতদিন স্টুডিয়োর এসিতে থাকা অভিনেত্রী কীভাবে সামলাচ্ছেন তাঁর প্রচারপর্ব?
TV9 বাংলাকে রচনা আগেই বলেছেন, “আমি আসলে অনেক আগে থেকেই রোদে-গরমে ঘেমেনেয়ে শুটিং করেছি। এসবের অভ্যাস আছে আমার। বিশ্বাস করুন। এসবে আমার কষ্ট হয় না। এগুলোতে আমি অভ্য়স্থ।”
এপ্রিল মাসের এই গরমে কীভাবে লাগাতারভাবে প্রচার করে নিজের যত্ন নিচ্ছেন রচনা, জানতে চাওয়ায় অভিনেত্রী বলেছেন, “আমি ফল খাচ্ছি, ডাবের জল খাচ্ছি। এভাবেই নিজের যত্ন নিচ্ছি। আর মানুষের এত ভালবাসা পাচ্ছি। এটা তো দারুণ লাগছে।”
সেই সঙ্গে তিনি এটাও বলেছেন, “আর মাত্র দুটো মাসের ব্য়াপার। তারপর পুরোপুরি নিজের যত্ন নেব আমি…”। তা হলে কি আর হুগলিতে দেখা যাবে না রচনাকে? আর তাঁকে পুড়তে হবে না রোদে!