মুখ ভেংচে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। লীনা গঙ্গোপাধ্য়ায়ের লেখনীতে তৈরি বাংলা মেগা সিরিয়াল ‘শ্রীময়ী’তে তিনি অভিনয় করেছিলেন জুন আন্টির চরিত্রে? কে এই জুন আন্টি? সে ধারাবাহিকের বিখ্য়াত ভ্যাম্প। খলনায়িকা। এতটাই জনপ্রিয় হয়েছিল সেই চরিত্র যে, বিধানসভা ভোটের আগে অমিত শাহকে উদ্দেশ্য করে একটি প্ল্যাকার্ডে লেখা হয়–‘অমিত শাহ, আপনি জুন আন্টির চেয়েও খারাপ’। বিগত দু’দশকে বাংলা সিরিয়ালের অন্যতম সাড়া ফেলা খলনায়িকাদের মধ্য়ে একটি জুন আন্টির চরিত্র। যে চরিত্রটি দারুণ দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঊষসী। লীনা গঙ্গোপাধ্য়ায় TV9 বাংলাকে নিজে বলেছেন, “ঊষসীকে নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। ও খুব ভাল অভিনেত্রী। যেভাবে ওর চরিত্রটাকে কল্পনা করি, সেভাবেই ও সেটা ফুটিয়ে তুলতে পারে।”
এই লীনা গঙ্গোপাধ্য়ায় এবং শৈবাল বন্দ্যোপাধ্য়ায় প্রযোজকদ্বয়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের আগামী সিরিয়াল সম্প্রচারের প্রস্তুতি চলছে। সেই সিরিয়ালের নায়ক নাকি সুপ্রিয়াদেবীর ছোট নাতি শন বন্দ্যোপাধ্য়ায়। শোনা যাচ্ছে, তাতে নাকি রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্য়ায়, মাধবী মুখোপাধ্য়ায়, ভরত কল, সুদীপ মুখোপাধ্য়াদের মতো অভিনেতা-অভিনেত্রীরা। সাবিত্রী আগেই TV9 বাংলাকে এই প্রজেক্ট নিয়ে বলেছিলেন, “দীর্ঘ অসুস্থতার পর কাজে ফিরছি। ভাল লাগছে। আমার যে মাধবী (একটা সময় দুই সই চুটিয়ে কাজ করেছিলেন বাংলা ছবির স্বর্ণালী যুগে)-র সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করা হবে, তা নিয়ে আমি আহ্লাদিত।”
‘শ্রীময়ী’ ধারাবাহিকে ঘরভাঙানি খলনায়িকার চরিত্র জুন আন্টির বিপরীতে ছিলেন সুদীপ মুখোপাধ্যায়। সেই চরিত্রটির নাম ছিল অনিন্দ্য সেনগুপ্ত। সেটিও ছিল একটি মনে রাখার মতো চরিত্র। চরিত্রটার অনেক স্তর ছিল। সে পরিস্থিতির চাপের শিকার ছিল কিছুটা। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিল সে। জুন আন্টিও কিন্তু প্রথমদিকে প্রচণ্ড শয়তানি করে অনিন্দ্য-শ্রীময়ীর সংসার ভাঙেনি। সেও মোটের উপর ভালই ছিল। কিন্তু চিত্রনাট্য যেমন এগোয়, খারাপ থেকে খারাপতর হয় জুনও। আরও বেশি বিরক্তির উদ্রেহ ঘটায় অনিন্দ্য। সেই জুটিটাই স্বামী-স্ত্রী হয়ে ফের ফিরে আসছে পর্দায়, লীনাদের এই নতুন সিরিয়ালে। এ সম্পর্কে জানা গিয়েছে, ৩১ তারিখ, অর্থাৎ আজ রবিবার প্রোমো শুটিং হবে সিরিয়ালের। ২-৩ এপ্রিল থেকে শুটিং হবে শুরু। বেনারেসেও নাকি হবে ছবির শুটিং। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জুন, থুড়ি ঊষসী। লীনাও জানিয়েছিলেন, চ্যানেল কিছু না বলতে বললে, তিনি মুখ খুলতে পারবেন না। কিন্তু TV9 বাংলা যোগাযোগ করে দুই তারকার সঙ্গেই। গল্পের ছলে যা জানা গেল…
লীনা গঙ্গোপাধ্য়ায় TV9 বাংলাকে বলেছেন, “নতুন সিরিয়াল সম্পর্কে এখনও কিছু বলতে পারব না খোলাখুলি। চ্যানেল থেকে বারণ আছে। এটা তো প্রোটোকলের মধ্য়েই পড়ে। সুতরাং, বুঝতেই পারছেন আমার হাত-পা বাঁধা।” জুন আন্টি, থুড়ি ঊষসী সম্পর্কে লীনার সংযোজন, “ঊষসী কিন্তু মারাত্মক ভাল অভিনেত্রী। ডিরেক্টর্স অ্যাক্টর। যা বলা হয়, তাই ও করে। জুন আন্টি চরিত্রটা সম্পর্কে একটা ঘটনাও আছে। জুন আন্টি তখন খুব শয়তানি করছে পর্দায়। ঊষসী হন্তদন্ত হয়ে এসে বলল, ‘জুনকে একটু ভাল করে দিতে পারো না’। আমি বলেছিলাম, ‘পারি না। এটাই তো তোমার সাফল্য।’ আসলে জুনের চরিত্রটা করার জন্য ঊষসীর বাড়িতে কাজের লোকও কাজ করতে আসতে চাইত না। লোকে ওকে অসভ্য মহিলা বলে তেড়ে এসেছিল…”
এ সব বর্ণনা TV9 বাংলার মুখে শুনে ‘জুন আন্টি’ ঊষসী বলেছিলেন, “লীনাদি এক্কেবারে ঠিকই বলেছেন। এসব কিছুই ঘটেছিল আমার সঙ্গে। কী বিশ্রী ব্যাপার না! কিন্তু এটা জুন আন্টি এবং লীনাদির সাফল্য বলে আমি মনে করি। চরিত্রটা খুবই বিশ্বাসযোগ্য হয়েছিল এবং লোকের মনে হয়েছিল আমিও মানুষটা জুন আন্টির মতোই শয়তান।”
গল্প চলতে থাকে ঊষসীর সঙ্গে। তিনি এখনও বিয়ে করেননি। তিনি সিঙ্গল জীবনে দারুণ আনন্দে আছেন। নিজের শর্তে জীবন কাটানো যে কতবড় আশীর্বাদ, তা স্বীকার করেছেন ঊষসী। তাঁর বয়স ধরা যায় না। কত বয়স হয়েছে জানতে চাওয়ায় হাসতে-হাসতে ঊষসী বললেন, “আমার বয়স ২৫। হা হা। কেন বলব! ধরে নিন ২৫ প্লাস প্লাস প্লাস।” কী ধরনের প্রেমিক পছন্দ ঊষসীর, তাও জানিয়েছেন। বলা ভাল পুরুষদের অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছেন, “আমি অনেক-অনেক ইন্টেলেকচুয়াল পুরুষের সঙ্গেই প্রেম করেছি এবং হাঁপিয়ে গিয়েছি। আমি নিজে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল পুরুষরা খুবই বোরিং হয় জানেন! তাই এখন আর আমার কাছে ওদের অ্যাপ্লিকেশন এলে গ্রহণ করব না, রিজেক্ট করে দেব। হট, সুইট, ফানি–এমন কেউ থাকলে প্রস্তাব পাঠান। আমার আর কিচ্ছুই চাই না…।” আক্ষেপের সুরে ঊষসী বলেছেন, “আমি প্রেমে পড়তে চাই। প্রেমে পড়ার মতো লোকজন কমে যাচ্ছে মার্কেটে। হট, সুইট, ফানি হলে অ্যাপ্লিকেশন জমা দিন প্লিজ়।”