AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শনের চিঁড়েচ্যাপ্টা অবস্থা, দুই নারী তাঁকে নিয়ে খেলছে ‘টাগ অফ ওয়ার’

Sean Banerjee: শন কি নতুন প্রেম করছেন? তাঁর কি জীবনে এসে নতুন কোনও নারী? একজন নন। দু'জন নারী তাঁকে নিয়ে মারামারি শুরু করেছেন। এই দুই নারীকে নিয়ে চিঁড়েচ্যাপ্টা অবস্থা শনের। অবস্থা ম্যানেজ করতে একের পর-এক মিথ্যাচার চালাচ্ছেন শন। তিনি কি ঠিক করছেন?

শনের চিঁড়েচ্যাপ্টা অবস্থা, দুই নারী তাঁকে নিয়ে খেলছে 'টাগ অফ ওয়ার'
শন বন্দ্য়োপাধ্যায়।
| Updated on: May 25, 2024 | 11:42 AM
Share

শন বন্দ্যোপাধ্যায়। বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি সম্প্রতি নতুন সিরিয়ালে অভিনয় শুরু করেছেন। তাঁর বিপরীতে দুই নারী–একজন সিরিয়ালের প্রধান নায়িকা, অন্যজনও নায়িকা। এই দুই নারীকে নিয়ে জেরবার হয়ে উঠেছে অভিনেতার জীবন। সিরিয়ালটি সম্প্রতি শুরু হয়েছে। হিন্দি সিরিয়াল ‘ঝনক’-এর বাংলা সংস্করণ এই সিরিয়ালটি। সিরিয়ালের নাম ‘রোশনাই’। রোশনাই-ই (অনুষ্কা গোস্বামী) ধারাবাহিকের নায়িকা। তার সদ্য মাতৃবিয়োগ হয়েছে এবং হিরো আরণ্যক (শন) তাঁকে লুকিয়ে বিয়ে করে রক্ষা করেছে খলনায়কের হাত থেকে। নিয়ে এসেছে তাঁর কলকাতার বাড়িতে। অন্যদিকে গরিমা (লেখা চট্টোপাধ্যায়)র সঙ্গে ১৫ দিন পর বিয়ে শনের। এই দুই নারীকে নিয়ে চিরেচ্যাপ্টা শন যা বললেন…

শন বলেছেন, “আমি সত্যি খুবই চিঁড়েচ্যাপ্টা হয়ে গিয়েছি। বিশ্বাস করুন। এই দুই নারীকে সামলাতে হচ্ছে। বিষয়টা কিন্তু জমে উঠেছে। এটা তো গেল চিত্রনাট্য। ব্যক্তিজীবনে আমরা দারুণ এনজয় করি সেটে। এই দুই নারী–আমার দুই নায়িকা–রোশনাই এবং গরিমার চরিত্রে দারুণ পারফর্ম করছেন অনুষ্কা এবং লেখা। ওরা খুবই পরিশ্রমী।”

ব্যক্তিজীবনে এখনও সিঙ্গল অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। তিনি পুরোপুরি মন বসিয়েছেন তাঁর কেরিয়ারে। তাঁর আরও এক পরিচয় তিনি কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়াদেবীর ছোট নাতি। দিদিমার অভিনয় একমাত্র শনই বহন করেছেন। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘মন ফাগুন’ সিরিয়ালে। প্রথম সিরিয়াল ছিল ‘আমি সিরাজের বেগম’। অন্যদিকে ‘রোশনাই’-এর নায়িকা অনুষ্কা গোস্বামীকে ছোটবোনের চরিত্রে কাস্ট করা হয় ‘গাঁটছড়া’ ধারাবাহিকে।