নেহা-অঙ্গদের বিয়ের খবরে চূড়ান্ত অখুশি হয়েছিলেন যুবরাজ সিং, নষ্ট হয় বন্ধুত্বও

কিন্তু কেন অঙ্গদ-নেহার উপর রেগে গিয়েছিলেন যুবরাজ? যুবরাজের 'বেস্টফ্রেণ্ড' ছিলেন অঙ্গদ। অথচ তিনি যে নেহাকে বিয়ে করছেন সে খবর জানতে পারেননি খোদ যুবরাজই।

নেহা-অঙ্গদের বিয়ের খবরে চূড়ান্ত অখুশি হয়েছিলেন যুবরাজ সিং, নষ্ট হয় বন্ধুত্বও
অঙ্গদ-নেহা-যুবরাজ
Follow Us:
| Updated on: May 10, 2021 | 6:21 PM

বিয়ের তিন বছর পার করলেন অভিনেত্রী নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী। ইনস্টাগ্রামে আদরের পোস্ট করেছেন নেহা। অঙ্গদকে নিয়ে লিখেছেন প্রেমের ‘উপন্যাস’। কিন্তু জানেন কি অঙ্গদ বেদী এবং নেহা ধুপিয়ার বিয়ের রীতিমতো অখুশি হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। এমনকি তার প্রভাব পড়েছিল বন্ধুত্বেও। নেহার টক শো ‘নো ফিল্টার নেহা’তে এমনই অনেক অজানা তথ্য জানিয়েছিলেন অঙ্গদ।

কিন্তু কেন অঙ্গদ-নেহার উপর রেগে গিয়েছিলেন যুবরাজ? যুবরাজের ‘বেস্টফ্রেণ্ড’ ছিলেন অঙ্গদ। অথচ তিনি যে নেহাকে বিয়ে করছেন সে খবর জানতে পারেননি খোদ যুবরাজই। হঠাৎ করেই বিয়ে করে নিয়েছিলেন অঙ্গদ-নেহা। নেহা তখন তিন মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের হাতে গোণা কয়েকজনকে নিয়ে পাঞ্জাবি রীতিতে বিয়ে সেরেছিলেন ওঁরা। আর সে কারণেই যুবরাজের রাগ!

নেহার শো’তে এসে অঙ্গদ বলেছিলেন, “আমি জানি ওঁকে না জানানো নিঃসন্দেহে আমার ভুল ছিল। কিন্তু সব কিছু এত তাড়াতাড়ি হয় যে জানানোর সময় পাইনি। হ্যাঁ, আমাদের সম্পর্ক এই মুহূর্তে আর আগের মতো নেই। তবে আমি আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে। কারণ, ওকে মিস করি আমি।”

আরও পড়ুন-‘অক্সিজেন মাস্ক কাজ করছে না’, হাসপাতালে রাহুলের শেষ ভিডিয়ো প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

যুবরাজের গলাতে অবশ্য নরম সুর শোনা যায়নি। ওই বছরই ফ্রেণ্ডশিপ ডে’র দিনও এক বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি। না অঙ্গদকে সরাসরি কিছু না বললেও তাঁর পোস্টে লেখা ছিল, “যাঁদেরকে বন্ধু ভাবতাম, এই অভিজ্ঞতার পর আমি বলব, পোষ্যরাই আমার প্রকৃত বন্ধু। ওদেরকেই বেশি ভালবাসি আমি।” যদিও বেস্টফ্রেন্ডের ওই পোস্ট অঙ্গদের নিছকই ‘শিশুসুলভ’ বলে মনে হয়েছিল অঙ্গদের।

সময়ের সঙ্গে সঙ্গে নেহা-অঙ্গদের বিবাহিত সম্পর্ক আরও মজবুত হলেও বন্ধুর সঙ্গে দূরত্ব কমেনি। একদা বেস্টফ্রেন্ড আজ অনেকটাই অচেনা। এই দূরত্ব মিটবে কবে? প্রশ্ন ভক্তদেরও।