স্কুলজীবনেই প্রথম প্রেমের সূচনা হয় অধিকাংশ ছেলেমেয়ের। ব্যতিক্রম ঘটেনি অভিনেত্রী রাজন্যা মিত্রর জীবনেও। ক্লাস নাইন থেকে টেনে ওঠার সময় এক ছেলে প্রেমে পড়েছিলেন রাজন্যার। তিনি প্রতিদিনই ফলো করতেন অভিনেত্রীকে। অভিনেত্রীর বাবা-মায়ের ছিল কড়া শাসন। ফলে সেই ছেলেটির সঙ্গে একান্তে সময় কাটাতেই পারেননি অভিনেত্রী। তাঁর সেই প্রেমিক কখনও টিউশনের বাইরে দাঁড়িয়ে থাকতেন, কখনও স্কুল ফেরত পিছু নিতেন। ছেলেটিকে বাবাইদা বলে ডাকতেন রাজন্যা।
কিন্তু সেই প্রেমিক চিরস্থায়ী হননি রাজন্যার জীবনে। তিনি ছিলেন রাজন্যার এক বান্ধবীর অঙ্কের মাস্টার। একদিন সেই বান্ধবী এসে রাজন্যাকে বলেছিলেন, “তুই দয়া করে বাবাইদাকে ছেড়ে দে। ওকে আমি খুব ভালবাসি। ও আমাকে অঙ্ক করাতে আসে।”
বান্ধবীর থেকে সেই অনুরোধ আসার পর রাজন্যা সিদ্ধান্ত নিয়েছিলেন, আর নয়, এবার বিষয়টায় ইতি টানতেই হবে। তারপর থেকে বাবাইদাকে বরাবরের মতো এড়িয়ে যেতে শুরু করেন রাজন্যা। তিনি বলেছিলেন, “প্রত্যেকের জীবনেই এরকম একজন বাবাইদা থাকেন। ছোটবেলার বাবাইদাকে আমার বড্ড মনে পড়ে।”