AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজনীতির ময়দানে এবার কোন নতুন তারকা? নজরে একুশের মঞ্চ

সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই যেমন রাজনীতির ময়দানে নামে, অনেকে আবার সরেও দাঁড়ান। এবার একুশে জুলাই-এর মঞ্চও তাই থাকবে নজরে। এই মঞ্চের উপস্থিত তালিকা থেকে কে বাদ পড়ল বা কে নতুন যোগ হল, সেই জল্পনা প্রতিবারের মতো এবারও বর্তমান।

রাজনীতির ময়দানে এবার কোন নতুন তারকা? নজরে একুশের মঞ্চ
| Edited By: | Updated on: Jul 20, 2025 | 4:07 PM
Share

২০২৬-এ বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন। যাকে কেন্দ্র করে সব রাজনৈতিক দল এখন নিজের মতো করে ভোটারদের কাছে পৌঁছনোর প্রচেষ্টা করছেন। দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সফর সেরে ফেলেছেন। অন্যদিকে রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই-এর কর্মসূচী। সেই নিয়ে চলছে তোড়জোর। ২০২৬ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই। ফলে এই মঞ্চে অনেক কিছু নতুনের অপেক্ষায় সাধারণ মানুষ। এই একুশে জুলাই-এর মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনকে লক্ষ্য করে বিশেষ বার্তা দেবেন।

একুশে জুলাইয়ের মঞ্চে প্রতিবারের মতো আশা করা হচ্ছে সংস্কৃতির জগতের বহু মানুষকে দেখা যাবে। প্রতিবারই মঞ্চে তারকাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরা তো বটেই, সঙ্গে উপস্থিত থাকেন, তৃণমূল ঘনিষ্ঠরাও। সেই তালিকায় অবশ্যই থাকে টলিপাড়ার তারকারা। যাঁরা সরাসরি তৃণমূল কংগ্রেসের হয় রাজনীতি করেন, আবার যাঁরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, সকলের মুখ প্রতিবছর যে একই থাকবে এমনটা নয়।

সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই যেমন রাজনীতির ময়দানে নামে, অনেকে আবার সরেও দাঁড়ান। এবার একুশে জুলাই-এর মঞ্চও তাই থাকবে নজরে। এই মঞ্চের উপস্থিত তালিকা থেকে কে বাদ পড়ল বা কে নতুন যোগ হল, সেই জল্পনা প্রতিবারের মতো এবারও বর্তমান। আর মঞ্চের উপস্থিতি দিয়েই অনেকে অনুমান করে নেন, রাজনীতির ময়দানে টলিপাড়ার কোন তারকাকে বা কোন নতুন মুখকে দেখা যাবে বা আগামী বিধানসভা নির্বাচনের টিকিটে রাজনীতির ময়দানে ভাগ্য পরীক্ষায় নামবেন। আবার তালিকায় কোন চমক অপেক্ষায়? চোখ থাকবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আগামীকালের ২১ জুলাইয়ের মঞ্চের দিকে।