অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে যে অভিষেক বসুর প্রেম ভেঙেছে একথা ইন্ডাস্ট্রির অন্দরে অনেকই জানেন। যদিও তাঁরা প্রকাশ্যে কিছু ঘোষণা করেননি। শোনা যাচ্ছে,পর্দার প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিষেক। তাই তো নায়িকার জন্মদিনে বিশেষ পোস্ট দেখা গেল অভিষেকের ওয়ালে। এদিন শার্লির বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা। কখনও তাঁরা জিমের পোশাকে। কখনও আবার নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন।
ছবি পোস্ট করে অভিনেতা লেখেন,”যেভাবে তুমি ভাবনা চিন্তা করো তার জন্য তুমি সুন্দর। তুমি তোমার ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা এবং জেদের জন্য সুন্দর। তোমার চোখে যে ঝলক আছে তার জন্য সুন্দর তুমি। তুমি কষ্টে থাকলেও যেভাবে অন্যদের হাসাতে পারো সেটার জন্য সুন্দর তুমি।” সেই সঙ্গে অভিনেতা আরও লেখেন।
অভিষেকের কথায়, “না, খালি তুমি লুকসের জন্য সুন্দর নও। তুমি তোমার মন, আত্মার জন্য সুন্দর। রোজকার জীবনে যেভাবে পজিটিভ ভাবনা চিন্তা রাখো, কথা বলো সেটার জন্য সুন্দর। যেভাবে আনন্দ, শান্তি, সাফল্যের কথা ভাবো সেটার জন্য সুন্দর। তুমি এটাই ডিজার্ভ করো। তুমি খুব সুন্দর। হ্যাপি বার্থডে বন্ধু।” এই পোস্ট করার পর থেকে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে এমনিতেও তাঁরা নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্বর গন্ডিতেই বাঁধতে চাইছেন।