২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দেব এবং যিশু সেনগুপ্ত অভিনীত ছবি ‘খাদান’। আর বাকি মাত্র দুটো দিন। এর আগেই বড় সমস্যার মুখে দেব। এখনও পর্যন্ত অগ্রিম বুকিং শুরুই হয়নি এই ছবির। দর্শকের প্রশ্নের মুখে নায়ক। গত কয়েক সপ্তাহে গোটা বাংলায় ঘুরে বেড়িয়েছেন নায়ক ও তাঁর টিম। কেন শুরু হল না অগ্রিম বুকিং? প্রশ্ন সকলের। অবশেষে জবাব এল নায়কের তরফে। ছবির পোস্টার ভাগ করে নিয়ে সাফাই দিয়েছেন অভিনেতা।
দেব লেখেন, “আমি ক্ষমাপ্রার্থী দর্শকের কাছে। কারণ, এখনও অগ্রিম বুকিং করা যাচ্ছে না। বিশ্বাস করুন আমি প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছি ‘খাদান’-এর শোয়ের জন্য। যাতে অগ্রিম বুকিং তাড়াতাড়ি শুরু হয়। শহরে অন্যান্য ভাষার ছবি চলছে তাই খাদানের শো পাওয়া যাচ্ছে না। খুবই দুঃখিত। একটু ধৈর্য ধরুন। আমি চেষ্টা চালিয়ে যাব।” নিজের এক্স হ্যান্ডেলে এ কথা লিখেছেন নায়ক। তাঁর এই পোস্ট ঘিরে সমাজমাধ্যমের পাতায়ও লেখালেখি শুরু হয়েছে। এই ঘটনার বিরোধিতা করেছেন অনেকেই । নায়কের হয়ে অনেকে লিখেছে দেবের যা প্রাপ্য তা পাওয়া উচিত।
Sincere apologies to my audience as advance opening is still not open. Trust me I’m still trying and fighting to get shows for #Khadaan and open the advance. But KHADAAN is not getting shows still due to other language film distribution here in Bengal.
Really sorry , please be… pic.twitter.com/01scJno7XL— Dev (@idevadhikari) December 18, 2024
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে চুটিয়ে প্রচার চালিয়েছেন অভিনেতা। নায়ককে সামনে থেকে দেখে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েছিলেন তাঁর এক মহিলা ভক্ত। হাওড়ায় প্রচার সেরে বাসে উঠছিলেন নায়ক। উপচে পড়ছিল ভিড়। তার মাঝেই হাপুস নয়নে কেঁদে ফেলেছিলেন এক তরুণী। নায়ককে কাছে পেয়েই ছোঁয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তারক্ষী কড়া ঘেরাটোপের মধ্যে দেবের কাছে পৌঁছনো হয়ে উঠেছিল বড়ই মুশকিল। শেষে নায়ক নিজেই প্রায় সিঁড়ি অবধি নেমে এসে হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই তরুণীর দিকে। নায়কের হাত ধরে বাসে উঠতেই দেবের পায়ে লুটিয়ে পড়েন তিনি। তাঁর কান্না দেখে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন অভিনেতা। ভক্তকে শান্ত করতে নিজে থেকে জল বাড়িয়ে দিলেন। দেবের এই ব্যবহার দেখে প্রশংসা করেছেন অনেকেই।