‘অপুষ্টিতে ভুগছেন?’, ছবি পোস্ট করতেই নুসরতকে আক্রমণ

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 19, 2024 | 2:26 PM

Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় কখন যে কী ঘটে তা বোঝা খুবই কঠিন ব্যাপার। বিশেষত তারকাদের ক্ষেত্রে তো আরও বড় ব্যাপার। তাঁরা যাই পোস্ট করুন না কেন মাঝে মাঝেই সমালোচনার মধ্যে পড়তে হয়। এই যেমন সম্প্রতি ঘুরতে গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। ব্যস নায়িকা ছবি পোস্ট করতে না করতেই শুরু সমালোচনা।

অপুষ্টিতে ভুগছেন?, ছবি পোস্ট করতেই নুসরতকে আক্রমণ
নুসরত জাহান।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় কখন যে কী ঘটে তা বোঝা খুবই কঠিন ব্যাপার। বিশেষত তারকাদের ক্ষেত্রে তো আরও বড় ব্যাপার। তাঁরা যাই পোস্ট করুন না কেন মাঝে মাঝেই সমালোচনার মধ্যে পড়তে হয়। এই যেমন সম্প্রতি ঘুরতে গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। ব্যস নায়িকা ছবি পোস্ট করতে না করতেই শুরু সমালোচনা। সবুজ রঙের অফ শোল্ডার টপ পরা ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে স্পষ্ট তাঁর বুকের ট্যাটু।

হালকা বোঝা যাচ্ছে শরীরের স্ট্রেচমার্ক। এমনিতেই নায়িকার চেহারা নিয়ে এই যে প্রথম তাঁকে খোঁটা শুনতে হচ্ছে তেমনটা একেবারেই নয়। এবারেও ছেড়ে কথা বললেন না তাঁর অনুরাগীরা। নেটপাড়ার একাংশ নায়িকার ছবি দেখে খুবই বিরক্ত। ধেয়ে এল একের পর এক নেতিবাচক মন্তব্য। ছেলে ঈশানের জন্মের পর আরও বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন নায়িকার। তাই অভিনেত্রীর অনুরাগীদের মতে তিনি প্রয়োজনের তুলনায় বেশিই ডায়েট করেছেন।

 

একের পর এক নেতিবাচক মন্তব্য ভরে গিয়েছে নায়িকার ছবিতে। কেউ লিখেছেন, “আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।” আবার কারও মন্তব্য, “ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন। ” আবার কারও মন্তব্য, “একটু খাওয়া দাওয়া করুন এত রোগা দেখতে ভাল লাগে না।” শুধু এই মন্তব্য নয় কেউ কেউ অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা। তবে কাউকে কোনও উত্তর দেননি নায়িকা। নিজের মতো ছবি পোস্ট করেই চলেছেন নুসরত। কোনও দিনই কারও কথায় গুরুত্ব দেন না তিনি। এর আগেও অনেক বার বিতর্কের মুখে পড়তে হয়েছে নুসরতকে। উল্লেখ্য, আগের তুলনায় অভিনেত্রীর ছবির পরিমাণও কমেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘সেন্টিমেন্টাল’ ছবিতে। সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। নুসরতকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় সবাই।

Next Article