তিলোত্তমা কাণ্ডের ১৫ দিন পার। ন্যায় বিচারের জন্য় লড়ছে গোটা শহর। প্রতিবাদে মাঠে নেমেছেন আমজনতা থেকে তারকারা। ইনস্টাগ্রাম, ফেসবুক ঘাটলেও একটাই বার্তা। সবার মুখে একটাই বুলি। এক দিন আগে সঙ্গীতশিল্পী অরিজিত্ সিং নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তিনি গান গাইতে পারছেন না। সেই একই অবস্থা শহরের এমন অনেকের। এ পরিস্থিতিতে দাঁড়িয়ে এই একই অবস্থা অভিনেত্রী শ্রুতি দাসের। বার বার এই ঘটনার স্মৃতিই তাঁর চোখে ভেসে আসছে। দু চোখের পাতা এক করতে পারছেন না তিনি। বিয়ে করে সুখে সংসার করবে ভেবেছিল তিলোত্তমা। কিন্তু কে জানত এমন পরিণতি হবে। সে কথাই লিখলেন নায়িকা।
শ্রুতি লিখেছেন,”যে মেয়েটার নভেম্বরে বিয়ে,তার কিন্তু মেকআপ আর্টিস্ট,মেহেন্দি আর্টিস্ট ঠিক করা হয়ে গিয়েছিল। তত্ত্বের জিনিস কেনা হয়ে গিয়েছিল। ফোটোগ্রাফার ঠিক করা হয়ে গিয়েছিল,ব্যাংকুয়েট বুক করা হয়ে গিয়েছিল। একমাত্র মেয়েটা বাবা মা কে ছেড়ে কী করে থাকবে? হয়তো পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকেও ভেবে চলত।হয়তো সেই রাতে মা কে ঘুমাতে বলেও ভেবেছে বিয়ের পর সবদিক সামলাতে পারবে তো এভাবেই!
বেনারসি টা হয়তো কেনা বাকি ছিল আর দিনরাত হবু বর এর মাথা খেত নাকে যেন সিঁদুর পরে নাহলে কিন্তু ছবি ভাল আসবেনা। হয়তো হানিমুনের টিকিট হয়ে গিয়েছিল। তাদের পছন্দের পাহাড়ে যাবে নাকি সমুদ্রে নাকি পশু ঘেরা জঙ্গলে! পাগলিটা বোঝেনি এখানে দানব থাকে দানব!! এখানে মানুষ মানুষকে ছিঁড়েখুঁড়ে খায় সঙ্গে তার স্বপ্ন গুলোও গিলে নেয়!! ঘুম হচ্ছে?আমার হচ্ছেনা!”
ঠিক এমনই অনুভূতির কথা প্রায় সকলের মুখে মুখে। ন্যায় বিচারের দাবিতে একের পর অনুষ্ঠান বাতিল হয়েছে। এমনকি টলিউডের একগুচ্ছ ছবির মুক্তিও পিছিয়ে গিয়েছে। প্রতি দিন রাস্তায় একগুচ্ছ মানুষের ভিড়। তিলোত্তমা কি বিচার পাবে? তা সময়ই বলবে।