AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিপাড়ায় নায়িকা থেকে গায়িকারা এখন পটু ব্যবসায়ীও! সেই তালিকায় রয়েছেন কারা?

এক সময় টলিপাড়ার অভিনেতারা শুধুমাত্র মন দিতেন অভিনয়ে। তবে যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। তাই তো শুধু অভিনয় নয় টলিউডের নায়িকা থেকে সঙ্গীতশিল্পীদের অনেকেই মন দিয়েছেন অন্যান্য ব্যবসায়। তাঁরা কারা? রইল সেই তালিকা।

| Edited By: | Updated on: Dec 17, 2024 | 10:27 AM
মিমি চক্রবর্তী- ছোট থেকেই গান গাইতে ভালবাসেন নায়িকা। নিজের ইউটিউব চ্যানেল খুলে গানের অ্যালবাম তৈরি করেছেন মিমি।

মিমি চক্রবর্তী- ছোট থেকেই গান গাইতে ভালবাসেন নায়িকা। নিজের ইউটিউব চ্যানেল খুলে গানের অ্যালবাম তৈরি করেছেন মিমি।

1 / 8
সুদীপ্তা চক্রবর্তী- করোনার সময় থেকেই অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করেন অভিনেত্রী। গত তিন বছরে তাঁর অভিনয় শেখার ক্লাস রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সুদীপ্তা চক্রবর্তী- করোনার সময় থেকেই অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করেন অভিনেত্রী। গত তিন বছরে তাঁর অভিনয় শেখার ক্লাস রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে।

2 / 8
অপরাজিতা আঢ্য- সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকে  তাঁর সময় বেশ কঠিন ব্যাপার। এর মাঝেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন অপরাজিতা।

অপরাজিতা আঢ্য- সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকে তাঁর সময় বেশ কঠিন ব্যাপার। এর মাঝেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন অপরাজিতা।

3 / 8
লোপামুদ্রা মিত্র-সঙ্গীত জগতের জনপ্রিয় নাম তিনি। কিছু দিন আগে শাড়ির বুটিক খুলেছেন গায়িকা।

লোপামুদ্রা মিত্র-সঙ্গীত জগতের জনপ্রিয় নাম তিনি। কিছু দিন আগে শাড়ির বুটিক খুলেছেন গায়িকা।

4 / 8
রূপাঞ্জনা মিত্র-  তিনি সমাজমাধ্যমের পাতায় বেশ সক্রিয়। গত ২৪ বছরের অভিনয়ের কেরিয়ার তাঁর। সিরিয়াল থেকে ওয়েব সিরিজে অভিনেত্রীকে বিভিন্ন চরিত্রে দেখেন  দর্শক। এবার নিজের Acting Academy খুললেন তিনি।

রূপাঞ্জনা মিত্র- তিনি সমাজমাধ্যমের পাতায় বেশ সক্রিয়। গত ২৪ বছরের অভিনয়ের কেরিয়ার তাঁর। সিরিয়াল থেকে ওয়েব সিরিজে অভিনেত্রীকে বিভিন্ন চরিত্রে দেখেন দর্শক। এবার নিজের Acting Academy খুললেন তিনি।

5 / 8
রূপসা চক্রবর্তী-প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী তিনি। প্রযোজন সংস্থার কাজ আছে। সেই সঙ্গে অভিনয়ও করেন। আবার কলকাতায় একটি বুটিকও খুলেছেন তিনি।

রূপসা চক্রবর্তী-প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী তিনি। প্রযোজন সংস্থার কাজ আছে। সেই সঙ্গে অভিনয়ও করেন। আবার কলকাতায় একটি বুটিকও খুলেছেন তিনি।

6 / 8
দীপান্বিতা রক্ষিত-খুকুমণি হোমডেলিভারি সিরিয়াল শেষ হওয়ার পরেই নিজের জিম খোলেন দীপান্বিতা।

দীপান্বিতা রক্ষিত-খুকুমণি হোমডেলিভারি সিরিয়াল শেষ হওয়ার পরেই নিজের জিম খোলেন দীপান্বিতা।

7 / 8
ত্বরিতা চট্টোপাধ্যায়- ত্বরিতা নিজে ডায়েটিশিয়ান। সেই সঙ্গে প্রতিদিন ছোট পর্দায়ও দেখা যায় তাঁকে। কয়েক বছর হল নতুন ক্যাফে খুলেছেন ত্বরিতা।

ত্বরিতা চট্টোপাধ্যায়- ত্বরিতা নিজে ডায়েটিশিয়ান। সেই সঙ্গে প্রতিদিন ছোট পর্দায়ও দেখা যায় তাঁকে। কয়েক বছর হল নতুন ক্যাফে খুলেছেন ত্বরিতা।

8 / 8
Follow Us: