খুনসুটিতে ব্যস্ত নীল-তৃণা, দেখুন তারকা জুটির বিয়ের ছবি

সব ছাপিয়ে নজর কাড়ল নীল-তৃণার বিয়ের মেনু।

| Updated on: Feb 04, 2021 | 10:59 PM
বিয়ের আসরে খুনসুটিতে ব্যস্ত নবদম্পতি।

বিয়ের আসরে খুনসুটিতে ব্যস্ত নবদম্পতি।

1 / 15
মালাবদল হোক বা শুভদৃষ্টি, বিয়ে যখন নীল-তৃণার তখন হই-হুল্লোড় মাস্ট। বর-কনেকে পিঁড়িতে তুলে জমিয়ে মজা করতে দেখা গেল অতিথিদেরও।

মালাবদল হোক বা শুভদৃষ্টি, বিয়ে যখন নীল-তৃণার তখন হই-হুল্লোড় মাস্ট। বর-কনেকে পিঁড়িতে তুলে জমিয়ে মজা করতে দেখা গেল অতিথিদেরও।

2 / 15
বিয়ের অনুষ্ঠানে সাবেকি মতকেই প্রাধান্য দিয়েছেন নীল-তৃণা। বেশ মন দিয়ে মন্ত্র পড়ে বিয়ে করতে দেখা গিয়েছে দুই তারকাকে।

বিয়ের অনুষ্ঠানে সাবেকি মতকেই প্রাধান্য দিয়েছেন নীল-তৃণা। বেশ মন দিয়ে মন্ত্র পড়ে বিয়ে করতে দেখা গিয়েছে দুই তারকাকে।

3 / 15
বাইপাসের ধারে এক বিলাসবহুল এলাকায় আজ সন্ধ্যায় বসেছিল টেলি অভিনেতা নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিয়ের আসর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই বিয়ে নিমন্ত্রণ শুরু করেছিলেন নীল-তৃণা। আজ সন্ধ্যায় তারকা জুটির বিয়ে শুরুর বেশ খানিকক্ষণ আগেই বিয়ে আসরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নীলের সঙ্গে অবশ্য দেখা হয়নি। তবে তৃণার সঙ্গে দেখা করে তাঁকে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি।

বাইপাসের ধারে এক বিলাসবহুল এলাকায় আজ সন্ধ্যায় বসেছিল টেলি অভিনেতা নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিয়ের আসর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই বিয়ে নিমন্ত্রণ শুরু করেছিলেন নীল-তৃণা। আজ সন্ধ্যায় তারকা জুটির বিয়ে শুরুর বেশ খানিকক্ষণ আগেই বিয়ে আসরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নীলের সঙ্গে অবশ্য দেখা হয়নি। তবে তৃণার সঙ্গে দেখা করে তাঁকে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি।

4 / 15
তারকাদের বিয়ে মানেই এখন হ্যাশট্যাগের জমানা। নীল-তৃণার বিয়েতেও তার অন্যথা হয়নি। এই জুটির হ্যাশট্যাগ ছিল #TriNeel।

তারকাদের বিয়ে মানেই এখন হ্যাশট্যাগের জমানা। নীল-তৃণার বিয়েতেও তার অন্যথা হয়নি। এই জুটির হ্যাশট্যাগ ছিল #TriNeel।

5 / 15
নীল-তৃণার বিয়ের আসরে বসেছিল নহবত। সানাইয়ের সুরে মজেছিলেন অতিথিরা। লাল-হলুদ রঙয়ের মিশেল আর আলোর সজ্জা ছিল নজর কাড়া।

নীল-তৃণার বিয়ের আসরে বসেছিল নহবত। সানাইয়ের সুরে মজেছিলেন অতিথিরা। লাল-হলুদ রঙয়ের মিশেল আর আলোর সজ্জা ছিল নজর কাড়া।

6 / 15
লাল পেরে সাদা শাড়ি পরে মহিলাদের দেখা গিয়েছে স্যালাড কাউন্টারে। সার্ভিংয়ের ক্ষেত্রেও ছিল অভিনবত্ব। বিয়েবাড়ির সাজে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। সবকিছুর মধ্যে আজকের শো-স্টপার নীল-তৃণার বিয়ের মেনু। ভেজ, ননভেজ দুই কাউন্টারেই ছিল রকমারি খাবার। কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, বাটার নান, ভেটকি পাতুরি, বাসন্তী পোলাও, ডাল মাখানি, জিরা রাইস, চিতল মাছের মুইঠ্যা, চিংড়ি মালাইকারি, মেথি চিকেন, মটন কষা এইসবের পরে ছিল জিভে জল আনা ডেজার্ট। মালপোয়ার সঙ্গে ক্ষীর, মালাই চমচম, পাটিসাপ্টা, ভ্যানিলা আইসক্রিম ছিল মিষ্টির মেনুতে। ভেজ খাবারের মেনু পাশাপাশি রকমারি স্যালাড, স্টার্টার, চাট, চা-কফি-সফট ড্রিঙ্কস, আয়োজন ছিল ভরপুর।

লাল পেরে সাদা শাড়ি পরে মহিলাদের দেখা গিয়েছে স্যালাড কাউন্টারে। সার্ভিংয়ের ক্ষেত্রেও ছিল অভিনবত্ব। বিয়েবাড়ির সাজে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। সবকিছুর মধ্যে আজকের শো-স্টপার নীল-তৃণার বিয়ের মেনু। ভেজ, ননভেজ দুই কাউন্টারেই ছিল রকমারি খাবার। কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, বাটার নান, ভেটকি পাতুরি, বাসন্তী পোলাও, ডাল মাখানি, জিরা রাইস, চিতল মাছের মুইঠ্যা, চিংড়ি মালাইকারি, মেথি চিকেন, মটন কষা এইসবের পরে ছিল জিভে জল আনা ডেজার্ট। মালপোয়ার সঙ্গে ক্ষীর, মালাই চমচম, পাটিসাপ্টা, ভ্যানিলা আইসক্রিম ছিল মিষ্টির মেনুতে। ভেজ খাবারের মেনু পাশাপাশি রকমারি স্যালাড, স্টার্টার, চাট, চা-কফি-সফট ড্রিঙ্কস, আয়োজন ছিল ভরপুর।

7 / 15
নীল-তৃণার বিয়েতে হাজির পাত্রীর রিল লাইফের বর সৌজন্য ওরফে কৌশিক রায়। সঙ্গে আছে অভিনেত্রী রুকমাও।

নীল-তৃণার বিয়েতে হাজির পাত্রীর রিল লাইফের বর সৌজন্য ওরফে কৌশিক রায়। সঙ্গে আছে অভিনেত্রী রুকমাও।

8 / 15
ছোট পর্দায় এখন ‘গুনগুন’ জনপ্রিয় চরিত্র। আমবাঙালির ড্রয়িংরুম তাঁর দখলে। আর গুনগুন মানে তৃণার ‘রিল’ শ্বশুরবাড়ি অর্থাৎ ‘খড়কুটো’ পরিবারও হাজির ছিলেন বিয়ের আসরে। পটকা, রূপাঞ্জন, ছোট মা, পুটু পিসি এসেছিলেন সকলেই। অম্বরীশ মুখোপাধ্যায়, রাজা গোস্বামী, রাজন্যা, জয়শ্রী, সোহিনী সেনগুপ্ত--- সবার উপস্থিতিতে নীল-তৃণার বিয়ে একদম জমজমাট।

ছোট পর্দায় এখন ‘গুনগুন’ জনপ্রিয় চরিত্র। আমবাঙালির ড্রয়িংরুম তাঁর দখলে। আর গুনগুন মানে তৃণার ‘রিল’ শ্বশুরবাড়ি অর্থাৎ ‘খড়কুটো’ পরিবারও হাজির ছিলেন বিয়ের আসরে। পটকা, রূপাঞ্জন, ছোট মা, পুটু পিসি এসেছিলেন সকলেই। অম্বরীশ মুখোপাধ্যায়, রাজা গোস্বামী, রাজন্যা, জয়শ্রী, সোহিনী সেনগুপ্ত--- সবার উপস্থিতিতে নীল-তৃণার বিয়ে একদম জমজমাট।

9 / 15
নীল-তৃণার বিয়ের পোশাক ডিজাইন করেন ডিজাইনার অভিষেক রায়। লাল বেনারসী, ভারী সোনার গয়না, মাথায় ভেল পরে একদম সাবেকি সাজেই সেজেছিলেন তৃণা। আর নীলের পরনে ছিল সাদা সুতোর কাজ করা লাল পাঞ্জাবি আর ধুতি। টোপর পরে বরবেশে তাঁকে লাগছিলও বেশ। এদিন বিয়েতে এসেছিলেন অভিষেক রায়ও।

নীল-তৃণার বিয়ের পোশাক ডিজাইন করেন ডিজাইনার অভিষেক রায়। লাল বেনারসী, ভারী সোনার গয়না, মাথায় ভেল পরে একদম সাবেকি সাজেই সেজেছিলেন তৃণা। আর নীলের পরনে ছিল সাদা সুতোর কাজ করা লাল পাঞ্জাবি আর ধুতি। টোপর পরে বরবেশে তাঁকে লাগছিলও বেশ। এদিন বিয়েতে এসেছিলেন অভিষেক রায়ও।

10 / 15
রিল লাইফের দুই ননদিনীর সঙ্গে তৃণা। সঙ্গে হাজির নীলও।

রিল লাইফের দুই ননদিনীর সঙ্গে তৃণা। সঙ্গে হাজির নীলও।

11 / 15
সৃজিত মুখোপাধ্যায় আর মিথিলাকেও দেখা গিয়েছে নীল-তৃণার বিয়েতে। সোনালি বুটির আকাশি ঢাকাই-জামাদানিতে মিথিলাকে লাগছিল অপূর্ব। সঙ্গে ছিল ম্যাচিং শাল আর ব্যাগ। অন্যদিকে সৃজিতের পরনে ছিল পজামা-পাঞ্জাবি আর জহর কোট।

সৃজিত মুখোপাধ্যায় আর মিথিলাকেও দেখা গিয়েছে নীল-তৃণার বিয়েতে। সোনালি বুটির আকাশি ঢাকাই-জামাদানিতে মিথিলাকে লাগছিল অপূর্ব। সঙ্গে ছিল ম্যাচিং শাল আর ব্যাগ। অন্যদিকে সৃজিতের পরনে ছিল পজামা-পাঞ্জাবি আর জহর কোট।

12 / 15
একরত্তিকে নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী সৈরিতি। নীল-তৃণার বিয়েতে এসেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ও।

একরত্তিকে নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী সৈরিতি। নীল-তৃণার বিয়েতে এসেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ও।

13 / 15
মায়ের সঙ্গে নীল-তৃণার বিয়েতে হাজির ছিলেন সকলের প্রিয় 'রানিমা', অর্থাৎ দিতিপ্রিয়া।

মায়ের সঙ্গে নীল-তৃণার বিয়েতে হাজির ছিলেন সকলের প্রিয় 'রানিমা', অর্থাৎ দিতিপ্রিয়া।

14 / 15
এসেছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। ফুচকার স্টলে দেখা গিয়েছে তাঁকে। পাপড়ি চাট, আলু টিক্কি- সহ একাধিক পদের বাহার ছিল চাট কাউন্টারে।

এসেছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। ফুচকার স্টলে দেখা গিয়েছে তাঁকে। পাপড়ি চাট, আলু টিক্কি- সহ একাধিক পদের বাহার ছিল চাট কাউন্টারে।

15 / 15
Follow Us: