Chandu Chowdhury: প্রয়াত অভিনেতা চন্দ্রলাল চৌধুরী, লক্ষ্মী পুজোর দিনেই শোকস্তব্ধ টলিউড

Chandu Chowdhury: বয়স হয়েছিল ৭৯ বছর। পরিবার সূত্রে খবর দশমীর দিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে।

Chandu Chowdhury: প্রয়াত অভিনেতা চন্দ্রলাল চৌধুরী, লক্ষ্মী পুজোর দিনেই শোকস্তব্ধ টলিউড
শোকস্তব্ধ টলিউড
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 2:35 AM

প্রয়াত অভিনেতা চন্দ্রলাল ওরফে চাঁদু চৌধুরী। বয়স হয়েছিল ৭৯ বছর। পরিবার সূত্রে খবর দশমীর দিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে। তাঁকে রাখা হয়েছিল লাইফ সাপোর্ট সিস্টেমে। চলছিল চিকিৎসাও। কিন্তু শেষরক্ষা হয়নি। লক্ষ্মী পুজোর দিন সকালে মৃত্যু হয় তাঁর।

৯০ দশকের পরিচিত নাম চন্দ্রনাথ চৌধুরী। কখনও ভিলেন আবার কখনও বা কমেডি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। পরিচালক অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে চন্দ্রনাথকে। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য-অহংকার, শ্রদ্ধাঞ্জলি, পূজা, ছোট বউ,বড়বৌ, মেজবৌ, শ্রীমান ভূতনাথ, ইন্দ্রজিৎ, মুখ‍্যমন্ত্রী, নাচ নাগিনী নাচ রে, সংঘর্ষ ,বাঙালি বাবুসহ আরও অনেক। এখানেই কিন্তু শেষ নয়, কলকাতা দূরদর্শনের ‘রঙ্গরস’ অনুষ্ঠানে নিয়মিত কৌতুক শিল্পী হিসেবে অংশগ্রহণ করতেন তিনি। বহু অভিনেতাও তাঁরই হাত ধরে চিনেছিলেন শো-বিজের দুনিয়া। ঠিক যেমন অভিনেতা সাহেব ভট্টাচার্য।

তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়া শেয়ার করে সাহেব লেখেন, “চলে গেলেন ৯০’ এর দশকের অন্যতম চরিত্র অভিনেতা চাঁদু চৌধুরী। চাঁদু জেঠুর হাত ধরে আমি প্রথম বার যাই ডিরেক্টর অঞ্জন চৌধুরীর ঘরে NT-1 স্টুডিওতে। আমার জীবনের প্রথম ছবি “সংঘর্ষ” তার সুবাদে পাওয়া। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভালো থেকো চাঁদু জেঠু।” পরিবার সূত্রে খবর, গোটা পুজোটা ভাল ভাবেই উপভোগ করেছিলেন। কিন্তু মায়ের বিদায়ের দিনেই ঘটে অঘটন। আর লক্ষ্মী পুজোয় শেষ হয় সব চেষ্টা। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন টলিউডে অন্যান্য শিল্পীরাও।