Monalisa Pal: প্রকাশ্যে সুখবর, মা হলেন মোনালিসা, ঘরে এল একরত্তি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 15, 2022 | 1:48 PM

Monalisa Pal: বহু ধারাবাহিক-ছবিতে পরিচিত মুখ মোনালিসা। বহু বছর আগে এক বিনোদনমূলক চ্যানেলে ঘোষকের কাজ করেই নজরে আসেন তিনি।

Monalisa Pal: প্রকাশ্যে সুখবর, মা হলেন মোনালিসা, ঘরে এল একরত্তি

Follow Us

ব্যক্তিগত জীবনকে বরাবরই আলাদাই রাখতে চেয়েছেন অভিনেত্রী মোনালিসা পাল। প্রেম থেকে বিয়ে এবং সন্তানের আগমন– এ সবই জীবনে ঘটেছে চুপিসারেই। কিন্তু লুকিয়ে রাখতে গেলেই কি গোপন রাখা যায়? এবারেও তাই গোপনে থাকল না তাঁর জীবনের এক খুশির খবর। মা হলেন অভিনেত্রী। ঘরে এল ফুটফুটে একরত্তি। জানা গিয়েছে, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। আপাতত কাজ থেকে সাময়িক বিরতি। সংসার সন্তান সামলে যদিও ফিরবেন আবারও।

বহু ধারাবাহিক-ছবিতে পরিচিত মুখ মোনালিসা। বহু বছর আগে এক বিনোদনমূলক চ্যানেলে ঘোষকের কাজ করেই নজরে আসেন তিনি। হয়ে উঠেছিলেন সে সময়ে সকলের ক্রাশ। তাঁর মিষ্টি হাসিতে মন জয় করেছিলেন অনেকেরই। তবে বেশ কিছু ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছেন নেতিবাচক চরিত্রে। এর মধ্যে ‘কে আপন কে পর’-এর তন্দ্রা হয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মোনালিসা। অভিনেত্রী বিয়ে করেন ২০১৮ সালে। তাঁর স্বামীর নাম বিশ্বজিৎ সরকার। ছোটবেলার প্রেম তাঁদের। এক সঙ্গে করেন পড়াশোনাও। তবে তাঁর স্বামী বিনোদম জগতের মানুষ নন। তিনি রয়েছেন বহুজাতিক সংস্থায়। ২০১৮ সালে ১৯ নভেম্বর বিয়ে করেছিলেন অভিনেত্রী।

সে সময় তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিয়ের পরেও কাজ চালিয়ে যেতে চান। পরিবার ও স্বামী এতটাই পাশে রয়েছেন যে নতিন জীবন কখনওই বাধা হয়ে দাঁড়াবে না তাঁর ক্ষেত্রে। হয়েছেও তাই। বিয়ের পরেও কাজ চালিয়ে গিয়েছেন তিনি। দর্শক তাঁকে ভালবেসেছেন। আবার তিনি কবে ফেরেন এই শো-বিজের দুনিয়ায়, এখন সেটাই দেখার।