শোকে পাথর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়; স্বজন হারিয়ে বললেন চরম কথা

Sneha Sengupta |

Dec 23, 2023 | 2:12 PM

Rahul Arunodoy Banerjee Loss: প্রিয়জন হারানো কষ্টের। সম্প্রতি তাঁর নিকটজনকে হারিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন অভিনেতা। সেই ব্যক্তি জানতেন রাহুলের ডাক নামটাও। মৃত্যু যেমন কেড়ে নিল রাহুলের প্রিয় মানুষটাকে, তেমনই কেড়ে নিল তাঁর জীবনের কিছু অমূল্য সম্পদকেও।

শোকে পাথর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়; স্বজন হারিয়ে বললেন চরম কথা
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

Follow Us

স্কুলে পড়ার সময় এক সিনিয়রের সঙ্গে দারুণ ভাব হয়েছিল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই সিরিয়র যেমন তাঁর পিছনে লাগতেন, তেমনই তাঁকে আগলেও রাখতেন। রাহুলের ডাক নাম জানতেন সেই সিনিয়র। সেই সিনিয়রকে চিরকালের জন্য হারালেন রাহুল। ঘটনাচক্রে সেই সিনিয়রও এক অভিনেতা। কে তিনি।

রাহুলের সেই সিনিয়র টলিপাড়ার পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। শেষ লড়াইটা লড়তে পারলেন না কেবল। তার আগেই ভবলীলা সাঙ্গ হয়ে গেল। অভিনেতার নাম কিংশুক গঙ্গোপাধ্যায়। তাঁর জন্য় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। এবং লম্বা পোস্টে রাহুল ব্যক্ত করেছেন তাঁর শোক।

সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছেন, “আর একজন চলে গেল যে আমার ডাকনাম জানত। আমার স্কুল সিনিয়র, সুহৃদ, সহযাত্রী কিংশুক চলে গেছে। ভালো থেকো বলব না। কারণ, আমাদের রাজনৈতিক অবস্থান। এটা কী করলেও বলব না। কারণন এই রকম ন্যাকামি করলে ঈশ্বরকে কিংবা বিজ্ঞানকে ছোট করা হয়। শুধু বলব, জীবনের শেষদিন অবধি সবাই যেন ভালোবাসায় থাকে। আয়ু তার যাই হোক। যেমনটা তোমার ছিল।”

কিংশুক গঙ্গোপাধ্যায় (বাঁ দিকে) এবং রাহুল বন্দ্যোপাধ্যায়।

যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ বাড়ির বড় ছেলের চরিত্রে অভিনয়ের পাশাপাশি এই শীতে যাত্রায় মন দিয়েছেন রাহুল। গ্রামেগঞ্জে দর্শকের ভালবাসা তাঁকে অভিভূত করে তোলে। তাই শীত পড়তেই যাত্রা পাড়ায় ছুট্টে গিয়েছেন রাহুল।

Next Article