নয়-নয় করে ১৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। কবে বিয়ের পিঁড়িতে বসছেন? তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। ঝড়ের গতিতে ভাইরাল এই জুটির প্রতিটা পোস্ট। দুজনেই টলিপাড়ার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কিন্তু তবে সময় সুযোগ পেলে মাঝে মধ্যে ঘুরতে বেরিয়ে পড়েন তাঁরা। কখনও সমুদ্র সৈকত, কখনও আবার পাহাড়। এবার তাঁরা পাড়ি দিলেন আইসল্যান্ডে। সেখান থেকেই ব্লুলেগুন ছবি শেয়ার করলেন জুটি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল জুটির ছবি লাভ ম্যারেজ। যার প্রমোশনে এক প্রকার বিয়েই সেরে ফেলেছিলেন জুটি।
দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক তাঁর ঐন্দ্রিলা সেনের সঙ্গে। তবে এখনও তাঁরা বসেননি বিয়ের পিঁড়িতে। তবে করবেন এই জুটি বিয়ে? ইচ্ছে চলতি বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়ার। তবে এ কী, এক বছর আগে থেকেই এত কিছু? নিজেরাই যেন অবাক হয়ে যাচ্ছেন জুটি। কিছুদিন আগেই তাঁরা ছবি লাভ ম্যারেজের প্রচারে ছিলেন ব্যস্ত। আর তা কেন্দ্র করেই ভাইরাল হয়েছে অভিনেতার একের পর এক পোস্ট। কয়েক মাস ধরেই চর্চায় বারে-বারে উঠে এসেছে টলিপাড়ের দুই সেলেবের নাম, অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। মাঝেমধ্যেই নানা মজার পোস্ট করে সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকেন তিনি।
ছবির প্রচারে প্রায় সবটাই করছেন তাঁরা। প্রসঙ্গ যখন বিয়ে, তখন তালিকা থেকে কিছু বাদ থাকে কেন? আইবুড়ো ভাত থেকে শুরু করে ভাতকাপড়, বড়ের গাড়ি সাজানো সবটাই হয়েছে। বিয়ে নিয়ে ঠিক যা যা স্বপ্ন থাকে জুটির মনে, সবটাই তো পূরণ হয়ে গেল ছবির প্রচারে। আসল বিয়ের জন্য তবে বাদ থাকল কী? নিজেই এবার আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়া পোস্ট পলকে সকলের নজর কাড়ে।