Tollywood: দেবকে হিংসে করেন, বাধ্য হয়ে বলে ফেললেন অঙ্কুশ!

Tollywood: দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। সে ছবি বক্স অফিসে ভাল রেজাল্ট করার পর ছুটি কাটাতে রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে আইসল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন তিনি।

Tollywood: দেবকে হিংসে করেন, বাধ্য হয়ে বলে ফেললেন অঙ্কুশ!
দেব এবং অঙ্কুশ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 8:45 AM

তাঁরা দুই প্রতিদ্বন্দ্বী। দুজনেই টলিউড ইন্ডাস্ট্রির নায়ক। একজন আবার সাংসদও বটে। কিন্তু প্রাথমিক পরিচয় অভিনেতা। ফলে অন্য অভিনেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এ তো নতুন নয়। সব ইন্ডাস্ট্রিতেই প্রতিদ্বন্দ্বিতা থাকে। কিন্তু এই দুই নায়ক অর্থাৎ অঙ্কুশ এবং দেবের রেষারেষি এ বার প্রকাশ্যে। তিনি যে দেবকে হিংসে করেন, তা খোলাখুলি বলে ফেললেন অঙ্কুশ!

দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। সে ছবি বক্স অফিসে ভাল রেজাল্ট করার পর ছুটি কাটাতে রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে আইসল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন তিনি। আর সেটাই অঙ্কুশের হিংসের কারণ। দেব বেড়াতে গেলেও তিনি বেড়াতে যেতে পারেননি। বরং কলকাতায় বসে দেবেরই ছবির কাজে ব্যস্ত তিনি! সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ডাবিংয়ে ব্যস্ত। অন্যদিকে দেব ছুটির মুডে। অঙ্কুশ সে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেউ আইসল্যান্ডে মজা করছে, আর কেউ ডাবিং করছে।’ হ্যাশট্যাগে ‘কিশমিশ’, ‘হাইট অব জেলাসি’-র মতো শব্দ ব্যবহার করেছেন তিনি। মজা করে ট্যাগ করেছেন দেবকেও।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ দেব-রুক্মিণী জুটির পরের ছবি। প্রথমে ২০২০-র পুজো, তারপর ২০২১-এর পুজোতে ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা প্রথমে দেব করেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা রিলিজ করানো সম্ভব। সব কিছু ঠিক থাকলে সিনেমা হলে গিয়ে দর্শককে সিনেমা দেখার অনুরোধ করেছেন তিনি। এই ছবিতে অঙ্কুশষ যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো টলি ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকা বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সেই ছবিরই ডাবিংয়ের কাজে ব্যস্ত ছিলেন অঙ্কুশ।

দিন কয়েক আগে হঠাৎই শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন অঙ্কুশ। পায়ের ব্যথায় কাবু অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছিলেন। পায়ের চিড় নিয়েই টানা ৫০ দিন শুটিং করেছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে বিরতি নিতেই হয়েছিল। অঙ্কুশ সোশ্যাল পোস্টে লিখেছিলেন, ‘পায়ের চিড় নিয়েই প্রায় ৫০ দিন শুটিং করেছি। এমনকি অ্যাকশন স্টান্টও করেছি। কিছুটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হয়েছে জানি, কিন্তু আমার আর কোনও উপায় ছিল না। বিরতি নেওয়ার মতো কোনও পরিস্থিতি ছিল না। দুর্ভাগ্যবশত আমার ‘লভ ম্যারেজ’ ছবির কাজ কিছুদিনের জন্য বন্ধ করতে হল। কারণ এই পায়ের অবস্থা ভাল নয়। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারব। আপনার ভালবাসা, শুভেচ্ছা তো সঙ্গে আছেই।’

আরও পড়ুন, Moyna Mukherji: ময়না মুখোপাধ্যায়ের জীবনে আজ এক বিশেষ দিন, কেন জানেন?