আয়রাকে নতুন একটা কাজ শেখালেন মিথিলা, দেখুন ভিডিয়ো

কলকাতার বাড়ির ছাদে বাগান করেছেন মিথিলা। বিভিন্ন রকম ফুল এবং ফলের গাছ রয়েছে ছাদেই। ঘাসের গালিচায় রয়েছে বসার ব্যবস্থাও। ছাদ-বাগানে নিজে অনেকটা সময় দেন। মেয়েকেও বাগান করতে শেখাচ্ছেন।

আয়রাকে নতুন একটা কাজ শেখালেন মিথিলা, দেখুন ভিডিয়ো
মা এবং মেয়ে। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2021 | 12:13 PM

কখনও বাংলাদেশ, কখনও বা কলকাতা। মেয়ে আয়রাকে নিয়ে দুই জায়গাতেই থাকেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। দিনভর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি। কিন্তু পাশাপাশি আয়রাকে সময় দেন সমান ভাবে। ছোট থেকেই আয়রাকে প্রকৃতি ভালবাসতে শিখিয়েছেন। এ বার হাতেনাতে আয়রাকে তারই পাঠ দিলেন।

কলকাতার বাড়ির ছাদে বাগান করেছেন মিথিলা। বিভিন্ন রকম ফুল এবং ফলের গাছ রয়েছে ছাদেই। ঘাসের গালিচায় রয়েছে বসার ব্যবস্থাও। ছাদ-বাগানে নিজে অনেকটা সময় দেন। মেয়েকেও বাগান করতে শেখাচ্ছেন।

View this post on Instagram

A post shared by Rafiath Rashid Mithila (@rafiath_rashid_mithila)

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিথিলা। যেখানে দেখা যাচ্ছে ছাদের বাগানের গাছে পেঁয়াজ হয়ে রয়েছে। আর মেয়েকে তা তোলা শেখাচ্ছেন তিনি। তাঁর মতোই প্রকৃতির সংস্পর্শে আয়রা বেড়ে উঠুক, এটাই মিথিলার একমাত্র চাওয়া।

চলতি সপ্তাহেই জাতীয় পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। ‘গুমনামী’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। ফলে সেলিব্রেশন মুডে গোটা পরিবার। তবে ৪৫ বছর বয়স হওয়ার আগেই করোনার টিকা নিয়ে কিছুটা বিপাকে পরিচালক। যদিও তিনি জানিয়েছেন, দ্বিতীয় ডোজ আর নেবেন না।

শিশুদের নিয়ে কাজের পাশাপাশি গান এবং অভিনয়কেও কেরিয়ারে প্রাধান্য দিতে চান মিথিলা। বাংলাদেশে তাঁর অভিনয় আগেও দেখেছেন দর্শক। এ বার ভারতে তাঁকে বড় পর্দায় দেখার অপেক্ষা।

আরও পড়ুন, ‘থালাইভি’র অডিশনে বাদ পড়েছিলেন কঙ্গনা রানাওয়াত!