Shakib Khan: শাকিবের বলি-ডেবিউ কোন হিরোইনের সঙ্গে? দৌড়ে এগিয়ে সলমনের এই নায়িকা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 29, 2023 | 6:45 PM

Shakib Khan: শাকিব খান বলিউডে ডেবিউ করতে চলেছেন-- এই খবরেই আপাতত তোলপাড় দুই বাংলা। তাঁর বিপরীতে কোন নায়িকা? এ নিয়ে বিগত বেশ কিছু দিন ধরেই চলছে নানা জল্পনা।

Shakib Khan: শাকিবের বলি-ডেবিউ কোন হিরোইনের সঙ্গে? দৌড়ে এগিয়ে সলমনের এই নায়িকা
শাকিব খান।

Follow Us

 

শাকিব খান বলিউডে ডেবিউ করতে চলেছেন– এই খবরেই আপাতত তোলপাড় দুই বাংলা। তাঁর বিপরীতে কোন নায়িকা? এ নিয়ে বিগত বেশ কিছু দিন ধরেই চলছে নানা জল্পনা। এ যাবৎ তিন জন নায়িকার নাম সামনে এসেছিল। শোনা যাচ্ছিল, প্রাচী দেশাই, শেহনাজ গিল অথবা জারিন খানের সঙ্গে নাকি কথাবার্তা চলছে প্রযোজকদের। সূত্র এও জানায়, ছবিটির পরিচালনার দায়িত্বে নাকি দেখা যাবে পরিচালক অনন্য মামুনকে। তবে এবার সাম্প্রতিক আপডেট বলছে, ইতিমধ্যেই নাকি ওই তিন নায়িকার মধ্যে একজনকে সলমনের বিপরীতে চূড়ান্ত করে ফেলা হয়েছে। যাকে বেছে নেওয়া হয়েছে, তিনি আবার সলমনের খানের নায়িকা হিসেবেও কাজ করেছেন। বিশদে বললে, প্রাক্তন ক্যাটরিনা কাইফকে ভোলার জন্য নাকি তাঁকে বলিউডে নিয়ে আসেন সলমনই। এবার বুঝতে পারছেন তিনি কে?

সূত্র জানাচ্ছে, জারিন খানকেই নাকি বেছে নিয়েছেন পরিচালক। তবে প্রযোজকের সম্মতি এখনও বাকি রয়েছে। সেদিন থেকে গ্রিন সিগন্যাল পেলেই নাকি আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হবে নাম। যদিও এখনও পর্যন্ত শাকিব বা জারিন খানের তরফে কিছু অফিসিয়াল ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, যেভাবে কেরিয়ার শুরু করেছিলেন সেভাবে মোটেও এগোয়নি জারিনের কেরিয়ার গ্রাফ। ক্যাটরিনার মতো দেখতে তাঁকে। তাই ক্যাটরিনার সস্তা কপি বলে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জারিন বলেন, “প্রথম যখন ইন্ডাস্ট্রিতে এলাম নিজেকে হারিয়ে যাওয়া শিশু মনে হত, কাউকে চিনতাম না। আমি নিজের ক্যাটরিনার ফ্যান, ও খুব সুন্দরী। কিন্তু ক্রমাগত ওর সঙ্গে তুলনায় আমার মনে হয় আমার ক্ষতিই হয়েছে। কারণ আমার বিশেষত্ব প্রমাণ করার সুযোগই আমি পাইনি।” তবে এবার তাঁর কাছে নতুন সুযোগের গুঞ্জন, তিনি নিজেকে কতটা প্রমাণ করতে পারেন, এখন সেটাই দেখার।

 

 

Next Article