Tollywood Inside: কর্মবিরতির আশঙ্কা টলিউডের অন্দরে, ফের বন্ধ হতে পারে শুটিং?

Sucharita De | Edited By: জয়িতা চন্দ্র

Sep 11, 2023 | 6:27 PM

Tollywood: সম্প্রতি ভেন্ডার্স গিল্ড তথা সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে, ফেডারেশন তাদের সাহায্য করছে না।

Tollywood Inside: কর্মবিরতির আশঙ্কা টলিউডের অন্দরে, ফের বন্ধ হতে পারে শুটিং?

Follow Us

নানাবিধ কারণে এর আগেও কর্মবিরতি দেখা গেছে টলিপাড়ায়, যার জন্য সমস্যাতেও পড়তে হয়েছে সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজের শুটিংয়ে। সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে ধারাবাহিকের দৈনিক শুটিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অগুণতি কর্মী, শিল্পীকে। বিশেষত কোভিডের সময় কর্মবিরতিকে কেন্দ্র করে ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল টলিউডে। সেই টালিগঞ্জের শুটিং পাড়াতেই ফের ধর্মঘটের গুঞ্জন। কী এমন হল যে, আবার টলিউডের এ দিক-সে দিকে কান পাতলে ধর্মঘটের আশঙ্কার কথা শোনা যাচ্ছে?

ভেন্ডার্স গিল্ডের সঙ্গে এবার ফেডারেশনের বিবাদ—সমস্যা না মিটলে যে কোনও দিন ধর্মঘটের মুখে পড়তেপারে টলিউড, এমনটাই জানানো হয়েছে ভেন্ডার্স গিল্ড-এর তরফে। ভেন্ডার্স গিল্ড শুটিংয়ে ব্যবহৃত প্রপস এবং জুনিয়র আর্টিস্ট সরবরাহ করে টলিউডে। শুধু প্রপস-ই নয়, সেই সঙ্গে ক্যামেরা, লাইট, আসবাবপত্র, জেনারেটর, জামাকাপড়, লাইট, ইউনিটের জন্য প্রয়োজনীয় পরিবহন (ট্রান্সপোর্ট), ভিএফএক্স, পোস্ট-প্রোডাকশনও নির্ভর করে এই ভেন্ডার্স গিল্ড-এর উপর। ফেডারেশনের অভিযোগ, না জানিয়ে সিনেমা বা সিরিজের শুটিং করছেন এমন পরিচালক ও প্রযোজনা সংস্থাকে তাদের প্রপস সাপ্লাই করে থাকেন অনেক সাপ্লায়ার। অন্যদিকে, সাপ্লাইয়ারদের অভিযোগ অন্য: প্রযোজকদের একাংশ নানা ধরনের অসহযোগিতা করেন মাঝেমধ্যে। কখনও আবার ফেডারেশন জুনিয়র কিছু সাপ্লায়ারদের ভেন্ডারদের সাসপেন্ডও করে। এছাড়াও জুনিয়র আর্টিস্ট এবং সাপ্লায়ারদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এরই সঙ্গে সংগঠনের বাইরের কেউ যদি কোনও প্রযোজককে কোনও দ্রব্য সরবরাহ করে, তার বিরুদ্ধেও সোচ্চার হয়েছে গিল্ড।

সম্প্রতি ভেন্ডার্স গিল্ড তথা সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে, ফেডারেশন তাদের সাহায্য করছে না। যাদের সাসপেন্ড করেছে ফেডারেশন, অবিলম্বে সে জন্য ক্ষমাপত্র প্রদান করতে হবে বলেও দাবি তুলেছে ভেন্ডার্স গিল্ড।

সম্প্রতি টেকনিশিয়ান স্টুডিওয় উপরোক্ত দাবিতে মিটিং করেছে ভেন্ডার্স গিল্ড। ফেডারেশনের কাছ থেকে যদি কোনও রকম সমস্যার সমাধান না করা হয় অথবা সমস্যা মেটানোর চেষ্টা না করা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে ভেন্ডার্স গিল্ড। এই বিষয়ে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সুদেষ্ণা রায়কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, এখনও এ ব্যাপারে কোনও অভিযোগ তিনি পাননি।

সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আপাতত গুঞ্জন, এখন এই সমস্যার সমাধান না হলেও ভেন্ডার্স গিল্ড পুজোর পর কর্মবিরতির পথে যেতে পারে। আর এই রকম কিছু হলে অবশ্যই টলিপাড়ায় শুটিংয়ের কাজ বন্ধ হয়ে যেতে পারে। এমনিতেই কোভিডের সময় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে টলিউড। এবার এই কর্মবিরতি হলে তা টলিপাড়ার জন্য মোটেই ভাল নয়।

Next Article