Guess Who: বাবাকে হারান মর্মান্তিক দুর্ঘটনায়, বাংলা ছবির এই মিষ্টি নায়িকাকে চিনতে পারছেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 20, 2023 | 8:00 AM

Guess Who: মাথায় 'কাউবয় টুপি', কাঁদো কাঁদো মুখ... বাংলা ছবির এই মিষ্টি নায়িকাকে আপনারা প্রায়শই দেখে থাকেন ছবির পর্দায়। ছোট থেকেই সিনে দুনিয়ার সঙ্গে যোগ তাঁর। বেশ কিছু হিট ধারাবাহিক উপহার দিয়েছেন দর্শকদের। চিনতে পারছেন এই নায়িকাকে? বাবা মায়ের সঙ্গে তাঁর এই ছবি আপনার মন ভাল করবেই।

Guess Who: বাবাকে হারান মর্মান্তিক দুর্ঘটনায়, বাংলা ছবির এই মিষ্টি নায়িকাকে চিনতে পারছেন?
বাবা-মায়ের সঙ্গে কে এই খুদে?

Follow Us

মাথায় ‘কাউবয় টুপি’, কাঁদো কাঁদো মুখ… বাংলা ছবির এই মিষ্টি নায়িকাকে আপনারা প্রায়শই দেখে থাকেন ছবির পর্দায়। ছোট থেকেই সিনে দুনিয়ার সঙ্গে যোগ তাঁর। বেশ কিছু হিট ধারাবাহিক উপহার দিয়েছেন দর্শকদের। চিনতে পারছেন এই নায়িকাকে? বাবা মায়ের সঙ্গে তাঁর এই ছবি আপনার মন ভাল করবেই। বোঝাই যাচ্ছে ছোটবেলায় কোথাও ঘুরতে গিয়ে এই ছবি তুলেছিলেন নায়িকা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমার মনের মধ্যে সারাজীবন।”

বেশ কিছু বছর আগে বাবাকে এক মর্মান্তিক দুর্ঘটনায় হারান এই অভিনেত্রী। সাইকেলে বাজার করতে বেরিয়েছিলেন শীলপাড়া ফায়ার ব্রিগেডের কাছে। সেখানেই এক বেসরকারি বাস তাঁকে পিষে দিয়ে চলে যায়। নায়িকার বয়স তখন নিতান্তই সামান্য। এর পর কেটে গিয়েছে অনেক বছর। আজ নায়িকা জনপ্রিয়। টলিপাড়ার এক নায়কের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কও রয়েছে তাঁর। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, কে এই নায়িকা?

হ্যাঁ, ঠিক ধরেছেন, এই নায়িকা আর কেউ নন। বাংলা সিনেমার পরিচিত মুখ– ঐন্দ্রিলা সেন। ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। সেই সিরিয়ালের কথা আজও লোকের মুখে মুখে। তবে আর ছোট পর্দায় আটকে নেই তিনি। বড় পর্দাতেও তাঁকে দেখেছে দর্শক। ‘ম্যাজিক’, ‘লাভ ম্যারেজ’-এর মতো ছবিও শেয়ার করেছেন তিনি। বছর দুয়েক আগে ওজনও ঝরিয়ে ফেলেছেন বেশ খানিকটাই। ১৪ বছর ধরে সম্পর্কে রয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে। টলিপাড়ায় ফিসফাস খুব শীঘ্রই বিয়েও করতে চলেছেন তাঁরা।

 

 

Next Article