Dev-Soumitrisha: কেমন লাগছে দেব-সৌমিতৃষা জুটিকে? ভিডিয়ো সামনে আসতেই ভাইরাল জুটি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 21, 2023 | 9:41 AM

Tollywood Jodi: আদৃত রায় টলিউড অভিনেতা, এই ধারাবাহিকের মাধ্যমেই যেন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর ও মিঠাইয়ের  মধ্যে থাকা পর্দার কেমিস্ট্রি দর্শকের মন ছুঁয়েছিল রাতারাতি।

Dev-Soumitrisha: কেমন লাগছে দেব-সৌমিতৃষা জুটিকে? ভিডিয়ো সামনে আসতেই ভাইরাল জুটি

Follow Us

সৌমিতৃষা কুন্ডু, মিঠাই ধারাবাহিকে যেভাবে টিভির পর্দায় দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী, তার পরতে পরতে অভাব বোধ করছেন এখন দর্শকেরা। টানা এক বছর এই ধারাবাহিক টিআরপির তালিকায় প্রথম স্থান দখল করেছিল। কেবল মিঠাইয়ের একার অভিনয় নয়, আদৃতের সঙ্গে তাঁর রসায়নও যথেষ্ট চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। আদৃত রায় টলিউড অভিনেতা, এই ধারাবাহিকের মাধ্যমেই যেন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর ও মিঠাইয়ের  মধ্যে থাকা পর্দার কেমিস্ট্রি দর্শকের মন ছুঁয়েছিল রাতারাতি। তবে বাস্তবে এই জুটি একসঙ্গে নেই দেখে বেশ অনেকেরই মন খারাপ হয়েছিল। তবে তাঁদের ছোট পর্দার সফর শেষ হওয়ার খবরে রাতারাতি সবটা চাপা পড়ে যায়। মিঠাই শেষ হওয়ার শোকেই বেজায় মন খারাপ হয়ে যায় দর্শকদের।

কৌশম্বী মুখোপাধ্যায়ের সঙ্গে আদৃতের সম্পর্ক মেনে নিতে বেশ কষ্ট হয় দর্শকদের। তবে এই সম্পর্কে চর্চা নিয়ে মুখ খুলে ছিলেন খোদ অভিনেত্রী। জানিয়েছিলেন তিনি খুব আঘাত পেয়েছেন এমন খবর রাতারাতি রটে যাওয়ায়। আদৃত ও সৌমিতৃষার মধ্যে স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই নেই। বরং দর্শক এখন মুখিয়ে রয়েছেন নতুন কেমিস্ট্রি দেখার অপেক্ষায়। অন্যদিকে শেষ কয়েকটি ছবি থেকেই দেব নতুন নতুন অভিনেত্রীদের সঙ্গে জুটি বাঁধছেন। কখনও ইশা সাহা, কখনও শ্বেতা কখনও আবার সৌমিতৃষা। এবার সৌমিতৃষার সঙ্গে তাঁকে দেখা যাবে ছবি করতে। ছবির নাম প্রধান।

এই ছবিতে কেমন লাগবে তাঁদের, এ প্রশ্ন ভক্তদের মনে ঘুরছে খবর কানে আসা মুহূর্ত থেকেই। তারই এক ঝলক মিলল এবার টিভি নাইন বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শোতে। সৌমিতৃষা ও দেব পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে ব্যস্ত। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হতেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি শেয়ার করে নেন খোদ সৌমিতৃষা। দেবের পাশে বেশ মানিয়েছে তাঁকে। ভিডিয়ো দেখা মাত্রই এমনই মত দিয়ে বসলেন নেটিজেনরা। দুই স্টার হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত। বেশ মিষ্টি লাগছে দুজনকেই, ছবির ঝলক সামনে আসার আগেই এই ভিডিয়ো প্রমাণ করে দিল মন্দ লাগবে না সৌমিতৃষা ও দেবের জুটি।

Next Article