Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bonny-Anup: হাসপাতালে ভর্তি বনির বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত

অনুপ একজন পরিচালক। মূলত বাংলা বাণিজ্যিক ছবি পরিচালনা করেছেন তিনি। যেমন - 'মামা ভাগনে', 'বদলা', 'মহাগুরু'। এখনও পর্যন্ত তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'জানবাজ়'। ছবিতে অভিনয় করেছিলেন বনি ও কৌশানী।

Bonny-Anup: হাসপাতালে ভর্তি বনির বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত
পরিচালক অনুপ সেনগুপ্ত ও তাঁর পরিবার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 8:39 AM

হাসপাতালে ভর্তি অভিনেতা বনি সেনগুপ্তর বাবা। শনিবার তাঁর অস্ত্রোপচার। বাড়ির সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান অনুপ। বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। রাতারাতি হাসপাতালে ভর্তি করতে হয়। এই মুহূর্তে তিনি বাইপাসের কাছে একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন।

অনুপ সেনগুপ্ত ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তর স্বামী। পিয়া TV9 বাংলাকে বলেছেন, “বৃহস্পতিবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ফলস স্টেপ হয়ে যায় অনুপের। পড়ে যায় সিঁড়ি থেকে। ব্যথা পেয়েছে খুব। আমরা বাড়িতে রাখিনি। ওকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। বাঁ পায়ে ফ্যাকচার হয়েছে। শনিবারই অস্ত্রোপচার।”

টলিউডের সেনগুপ্ত পরিবারের সকলেই সিনেমার সঙ্গে যুক্ত। পিয়ার বাবা সুখেন দাশ একজন  বিখ্যাত অভিনেতা। পিয়া নিজেও একজন অভিনেত্রী। অনেকদিন অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন যদিও। ইম্পার কাজেই তিনি বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। পিয়ার একমাত্র ছেলে বনি বর্তমান যুগের টলিউড অভিনেতা। বহু ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে বনির প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ও অভিনেত্রী। দু’জনে একসঙ্গে অনেক ছবিতে নায়ক-নায়িকা হয়ে কাজ করেছেন। সেখান থেকেই তাঁদের প্রেমের সম্পর্কের সূত্রপাত।

অনুপ একজন পরিচালক। মূলত বাংলা বাণিজ্যিক ছবি পরিচালনা করেছেন তিনি। যেমন – ‘মামা ভাগনে’, ‘বদলা’, ‘মহাগুরু’। এখনও পর্যন্ত তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জানবাজ়’। ছবিতে অভিনয় করেছিলেন বনি ও কৌশানী।

আরও পড়ুন: Srijit Mukherji: নীল মহিলাদের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখলেন সৃজিত, পোস্টে কীসের আভাস?

আরও পড়ুন: Anirban Bhattacharya: কোয়ারেন্টিনে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, তিনি কি তবে করোনায় আক্রান্ত?

আরও পড়ুন: Prosenjit Chatterjee: সকাল সকাল কী কারণে ওয়াল্ট ডিজ়নিকে স্মরণ করলেন প্রসেনজিৎ?