এখন কেমন আছেন দীপঙ্কর দে? সকাল হতে না-হতেই হাসপাতালে ছুট্টে গিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী দোলন রায়। TV9 বাংলা যোগাযোগ করে দোলনের সঙ্গে। অভিনেত্রী বলেন, “আমার স্বামী এখন অনেকটাই ভাল আছেন। চিকিৎসকেরা আসবেন। আমি এখন কথা বলার জন্য বসে আছি। কথা বলছেন দীপঙ্কর। আরএমও বলছেন আগামীকালই হয়তো তাঁকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকেরা আগেই বলে দিয়েছেন তেমন কিছুই হয়নি তাঁর। হাইপোগ্লাইসেমিয়া হয়ে গিয়েছিল।”
শুক্রবার মধ্যরাতে বাড়িতেই হঠাৎ সুগার ফল করে দীপঙ্করের। কুলকুল করে ঘামতে শুরু করেন অভিনেতা। একটুও সময় নষ্ট না করে দীপঙ্করকে নিয়ে দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে চলে যান দোলন। সেখানে তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে। স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভোররাতে বাড়ি ফেরেন দোলন। রাতেই TV9 বাংলাকে বলেছিলেন, দীপঙ্করকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও সারারাত হাসপাতালেই ছিলেন। সবে বাড়ি ঢুকেছেন। হঠাৎই সুগার ফল করে। শরীর খুব খারাপ হতে শুরু করে। হাসপাতালে রাতেই সমস্ত প্যারামিটার্স পরীক্ষা করা হয় দীপঙ্করের। অতরাতে কাঁদতে-কাঁদতে দোলন বলেছিলেন, চিকিৎসকদের উপর ভরসা রাখছেন তিনি।
সকাল হতেই খানিক স্বস্তি পেলেন অভিনেত্রী। হাসপাতালে গিয়ে দেখলেন তাঁর স্বামী অনেকখানি সুস্থ আছেন। স্বাভাবিকভাবে সুস্থ বোধ করছেন আগের তুলনায়।