বিহঙ্গী বিশ্বাস
নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের। কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি– সামনে এসেছে এ হেন অভিযোগ। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি জানিয়েছিলেন, কুন্তল তাঁকে দু’টি ছবির অগ্রিম বাবদ ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা দিয়েছেন। প্রশ্ন হল, টলিউডে কত পারিশ্রমিক বনির? অগ্রিম বাবদ কেন পুরো টাকাটাই দেওয়া হল বনিকে? আর যদি দেওয়া হয়, কোথায় সেই চুক্তিপত্র? TV9 বাংলা কথা বলেছিল টলিপাড়ার বেশ কিছু প্রযোজক ও অভিনেতার সঙ্গে। এঁদের মধ্যেই বর্তমানে বেশ জনপ্রিয় এক অভিনেতার কথায়, “ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান দেব, জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর পরেই নাম আসে সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরাদের। সেদিক থেকে দেখতে গেলে বনি রয়েছে তৃতীয় সারিতে। আমি যতদূর জানি ও ছবির জন্য ১২ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে থাকে। তবে এখন বাড়িয়েছে কি না, তা জানি না।” মনে করিয়ে দেওয়া যাক, কুন্তলের থেকে বনির টাকা নেওয়ার ঘটনাটি ২০১৭ সালের। সেই সময় সদ্য এসেছেন বনি ইন্ডাস্ট্রিতে। হাতেগোনা ছবি হিট তখন তাঁর। সে সময় দাঁড়িয়ে বনিকে সিনেমায় নেওয়ার জন্য কেন অত লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছিলেন কুন্তল? উঠছে সেই প্রশ্নও।
আমরা কথা বলেছিলাম টলিউডের এক প্রযোজকের সঙ্গেও। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রযোজক যদিও দিয়েছেন অন্য যুক্তি। তিনি জানান, বনির ছবিগুলি যখন চ্যানেল কেনে, তখন তার স্যাটেলাইট রাইটসের একটি অংশ যায় অভিনেতার কাছেও (যদিও টলিউডের সব নায়কের ক্ষেত্রে এই বিশেষ চুক্তি প্রযোজ্য নয়)। তিনি আরও জানাচ্ছেন, প্রযোজকের সঙ্গে সুসম্পর্ক থাকলে এই মুহূর্তে ১৫ লক্ষ টাকাও নেন বনি। তবে কম চেনা প্রযোজক হলে সে ক্ষেত্রে তিনি ২০ লক্ষ টাকা দাবি করতেই পারেন।
তবে টলিউডের অন্দরেই প্রশ্ন উঠেছে, বনি যে অগ্রিম টাকা নিলেন, তার চুক্তিপত্র কোথায়? বনি জানিয়েছেন, দু’টি ছবির জন্য টাকা দিয়েছিলেন কুন্তল। কে ছিলেন ছবি দু’টির পরিচালক? নাকি পরিচালক ঠিক না করেই অভিনেতার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন কুন্তল ব্যক্তি সম্পর্কের জেরে? নাম প্রকাশে অনিচ্ছুক টলিউডের এক প্রযোজকের কথায়, “আমাদের ইন্ডাস্ট্রিতে এরকমটা হয়। দেব যখন প্রথম আসে, তখন ওকে এক প্রযোজনা সংস্থার তরফে একটি ফ্ল্যাট দেওয়া হয়েছিল। কুন্তলও হয়তো বনিকে গাড়ি কেনার টাকা দিয়েছিলেন ব্যক্তি সম্পর্কের জায়গা থেকেই। অনেক সময়েই চুক্তিপত্র বানাই না আমরা। নিজেদের মধ্যেই তো সব, তাই মুখের কথাতেই হয়ে যায়।” আর পুরো টাকা অগ্রিম? সেটাও কি দেওয়া হয়ে থাকে? প্রযোজকের কথায়, “না, তা হয় না। বড় জোর ১০ থেকে ১৫ শতাংশ অগ্রিম দিয়ে থাকি। কুন্তল কেন গোটা টাকা অগ্রিম দিলেন, সেটা তিনিই ভাল বলতে পারবেন।”
বনি ও তাঁর মা পিয়া সেনগুপ্ত এর আগে TV9 বাংলাকে জানিয়েছিলেন, কুন্তলের সঙ্গে দু’টি ছবি শেষ পর্যন্ত করা হয়নি বনির। তবে বনি দাবি করেছিলেন, অগ্রিম নিয়ে ফেলায় তিনি স্টেজ শো করে পরে ওই টাকা পুষিয়ে দেন। ওদিকে সূত্র বলছে, বনি মাচা শো করতে নিয়ে থাকেন দেড় থেকে দু’লক্ষ টাকা। নিন্দুকের তাই বাঁকা প্রশ্ন, “যে সব মাচা শো করেছেন, তার পেপার কি রয়েছে ওঁর কাছে? নাকি সেখানেও ‘কাগজ আমরা দেখাব না’? TV9 বাংলা শনিবার, (১১ মার্চ, ২০২৩) আবারও যোগাযোগ করেছিল বনি সেনগুপ্তের সঙ্গে। তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ করা হলে বনি লেখেন, “এখন কিছু বলতে চাই না। সব উত্তর জলদিই পেয়ে যাবে সবাই।” আগামী মঙ্গলবার ইডি আবার ডেকে পাঠিয়েছে বনিকে। সেদিনই কি মিলবে উত্তর? সকলের নজর সেদিকেই।