AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adrit Roy: উজানের জায়গা নিচ্ছেন আদৃত! ‘মিঠাই’ শেষ হতেই সুখবর?

Adrit Roy: আদৃত রায়-- টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। সদ্য শেষ হয়েছে তাঁর ধারাবাহিক 'মিঠাই'। বরাবরই চাপা স্বভাবের এই অভিনেতার পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা। এবার তাঁকে নিয়ে নতুন খবর।

Adrit Roy: উজানের জায়গা নিচ্ছেন আদৃত! 'মিঠাই' শেষ হতেই সুখবর?
আদৃত রায়।
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 5:28 PM
Share

আদৃত রায়– টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। সদ্য শেষ হয়েছে তাঁর ধারাবাহিক ‘মিঠাই’। বরাবরই চাপা স্বভাবের এই অভিনেতার পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা। এবার তাঁকে নিয়ে নতুন খবর। শোনা যাচ্ছে, উজান গঙ্গোপাধ্যায়ের জায়গায় নাকি এবার থাকবেন তিনি। পরিচালক অভিরূপ ঘোষের আগামী ছবিতে এর আগে উজানের অভিনয়ের গুঞ্জন উঠেছিল। বিপরীতে থাকার কথা ছিল লহমা ভট্টাচার্যের। তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, উজান নয়, নায়ক নাকি হতে চলেছেন আদৃতই। অন্যদিকে নতুন নায়িকারও খোঁজ চলছে। যদিও আদৃত এখনও এই নিয়ে মুখ খোলেননি। টিভিনাইন বাংলার তরফে তাঁকে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এর আগে উজানকে কাস্ট করার ব্যাপারে টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছিলেন এখনও কাস্টিং চূড়ান্ত হয়নি। তিনি বলেছিলেন, “বিটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনও কাস্টিংই এখনও চূড়ান্ত হয়নি। সবে প্রাথমিক কাজ গুলো সারা চলছে। উজান বা লহমা কেউই থাকবেন কিনা তা এখনও ঠিকই হয়নি।” তিনি জানিয়েছিলেন এই বছরে শুটিং শুরু হবে। আপাতত অপেক্ষা, কবে টিমের তরফে অফিসিয়াল খবর আসে, এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, এর আগে রটেছিল সৃজলা গুহের সঙ্গে নতুন ধারাবাহিকে দেখা যাবে আদৃতকে। যদিও এই খবর অস্বীকার করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা। তিনি লেখেন, তাঁকে নিয়ে মিথ্যে কথা রটেছে। তিনি আপাতত কোনও ধারাবাহিকে অভিনয় করছেন না। ধারবাহিকের পাশাপাশি সিনেমাতে এর আগে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৮ সালে ‘নুরজাহান’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। এ ছাড়াও ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে ওই দুটি ছবিতেই পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন আদৃত রায়।