একটা মৃত্যু, এক মধ্যবিত্ত যুবক আর পাল্টে যাওয়া এক পৃথিবীর গল্প নিয়ে বড় পর্দায় আসছে জালবন্দী। ছবি জুড়ে নানা চমক। রয়েছেন পায়েল সরকার থেকে জুন মালিয়া… দর্শনা বণিক থেকে দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়প্রমুখ। তবে এই ছবির আরও এক চমক রয়েছে। এই ছবির মধ্যে দিয়েই টলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেতা প্রিন্স প্রাচুর্য। ছবির পরিচালক পীযূষ সাহা। সম্পর্কে পীযূষের ছেলে প্রিন্স। বাবার হাত ধরেই টলি-অভিষেক ঘটতে চলেছে তাঁর।
ছবিতে প্রিন্সের বিপরীতে দেখা যাবে দর্শনাকে। ছবির প্লট বলছে প্রিন্সের চরিত্রের নাম অনীশ। কোম্পানির টার্গেট পূরণ করে চাকরি বাঁচিয়ে রাখতে মরিয়া চেষ্টা তাঁর। আক্ষরিক অর্থেই সে যেন জালবন্দি। সেই জাল ছিঁড়ে কি বের হতে পারবে সে? রয়েছে রহস্য, রোমাঞ্চ ও সম্পর্কের টানাপড়েন। সাধারণের মোড়কে এক জীবনযুদ্ধের কাহিনী। ছবির মিউজিক ডিরেক্টর অমিত-ঈশান।
দীর্ঘদিন ধরেই টলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন পীযূষ। কেল্লাফতে ছবিতে অঙ্কুশ হাজরাকে প্রথম সুযোগ করে দিয়েছিলেন তিনি। রাজু আঙ্কল, নীল আকাশের চাঁদনীর মতো একাধিক ছবির নির্মাতা তিনি। নতুন ছবিতে তাঁর ক্যারিশ্মা দেখতে উদগ্রীব সিনেপ্রেমীরা।
আরও পড়ুন- Road Accident: অভিনেতার গাড়ির ধাক্কায় গুরুতর জখম পথচারী, মামলা দায়ের হল থানায়