Tollywood Gossip: বিচ্ছেদের মাঝেই ‘সন্তানের’ সঙ্গে আলাপ করালেন জিতু

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 02, 2023 | 7:26 PM

jeetu-Nabanita: নবনীতা দাসের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির পরেই ইনস্টাগ্রামে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন জিতু কামাল। সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন, "আমার ঘটনার একমাত্র সাক্ষী আমিই। শুধু আমি জানি কী করে তা থেকে পার হচ্ছি।” ওই পোস্টে তিনি যোগ করেছিলেন, "আমি আমার মানসিক সুস্থতা ও দুশ্চিন্তার সঙ্গে যুদ্ধ করে চলেছি।”

Tollywood Gossip: বিচ্ছেদের মাঝেই সন্তানের সঙ্গে আলাপ করালেন জিতু
বিচ্ছেদের মাঝেই 'সন্তানের' সঙ্গে আলাপ করালেন জিতু

Follow Us

ব্যক্তিগত জীবন এই মুহূর্তে বেশ খানিকটা তছনছ অভিনেতা জিতু কামালের। ‘বাচ্চা বউ’ নবনীতা দাসের সঙ্গে তাঁর যে সম্পর্ক আর ভাল নেই, সে কথা কে না জানেন? প্রেম ভাঙা-গড়ার মধ্যে নিজের ‘বেবি’র সঙ্গে আলাপ করালেন তিনি। বেবির অর্থ বাচ্চা অথবা সন্তান। না, জিতুর এই সন্তান রক্ত মাংসের নয়। গাড়ির প্রতি তাঁর শখ অনেকেই জানেন। নিজের দু’চাকার ছবি শেয়ার করেই জিতু লিখলেন, “আমার অন্য এক বাচ্চা”। জিতুর ওই ইনস্টা স্টোরির স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে। এর পরেই নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, ‘অপর সন্তানটি কে?’ এ কথা সকলেই জানেন, নবনীতাকে বাচ্চা বউ বলে এ যাবৎ সম্বোধন করে এসেছেন জিতু। একদিন নবনীতার সঙ্গে অপর এক ব্যক্তির নাম জড়িয়ে যখন রটেছে একের পর এক গুঞ্জন তখন কার্যত চুপ করে থেকেছেন জিতু। জানিয়েছেন, স্ত্রী ও তাঁর পরকীয়ার গুঞ্জন নিয়ে একটি কথাও জনসমক্ষে বলতে চান না তিনি।

যদিও নবনীতা দাসের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির পরেই ইনস্টাগ্রামে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন জিতু কামাল। সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন, “আমার ঘটনার একমাত্র সাক্ষী আমিই। শুধু আমি জানি কী করে তা থেকে পার হচ্ছি।” ওই পোস্টে তিনি যোগ করেছিলেন, “আমি আমার মানসিক সুস্থতা ও দুশ্চিন্তার সঙ্গে যুদ্ধ করে চলেছি।” অন্যদিকে নবনীতা জানিয়েছিলেন তাঁকে নিয়ে রটা পরকীয়ার গুঞ্জন একেবারেই মিথ্যে। সে যাই হোক, আপাতত কাজ নিয়ে ব্যস্ত দু’জনেই। জিতুর হাতে রয়েছে একের পর এক প্রজেক্ট। অন্যদিকে নবনীতাও ব্যস্ত তাঁর ধারাবাহিক ‘বিয়ের ফুল’ নিয়ে।

 

Next Article