Jeetu Kamal: ‘খারাপ লাগার থেকে অনেক বেশি…’, জিতুর পোস্টে নতুন প্রেমের ইঙ্গিত?
Tollywood Relationship: রাতারাতি জনপ্রিয় হয়েছিল সেই চরিত্র। তবে একদিকে যখন কেরিয়ার পিকে, ঠিক তখনই আবার উল্টো পথে হেঁটেছিল তাঁর সম্পর্ক। নবনীতার সঙ্গে দীর্ঘদিনের প্রেম। তারপর বিয়ের পিঁড়িতে বসা। সবটাই ছিল স্বপ্নের মতো। কিন্তু থামতে হল তিন বছরের মাথায়।
জিতু কামাল, কেরিয়ারে একাধিক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। শুরু টেলিভিশনের পর্দা থেকে। তারপর আর থেমে থাকতে হয়নি। একের পর এক ভাল ছবির প্রস্তাব গিয়েছে তাঁর ঝুলিতে। যদিও তিনি বরাবরই চেয়েছিলেন এমন কোনও চরিত্রে বড় পর্দায় ডেবিউ করতে, যা সকলের মনে জায়গা করে নেবে। হয়েছিল তাই। অপরাজিত ছবিতে সত্যিজিৎ রায়ের লুকে আত্ম প্রকাশ করেছিলেন তিনি। রাতারাতি জনপ্রিয় হয়েছিল সেই চরিত্র। তবে একদিকে যখন কেরিয়ার পিকে, ঠিক তখনই আবার উল্টো পথে হেঁটেছিল তাঁর সম্পর্ক। নবনীতার সঙ্গে দীর্ঘদিনের প্রেম। তারপর বিয়ের পিঁড়িতে বসা। সবটাই ছিল স্বপ্নের মতো। কিন্তু থামতে হল তিন বছরের মাথায়।
বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন অভিনেত্রী নবনীতা দাস। প্রাথমিকভাবে তা মেনে নিতে রাজি ছিলেন না অভিনেতা। যদিও এখন সবটা ভীষণ স্পষ্ট। তবে থেকেই জিতু কামালের পোস্ট নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। তিনি যাই পোস্ট করুক না কেন, সকলেই নবনীতার সঙ্গে সংযোগ খোঁজার চেষ্টা করে থাকেন। তবে এবার কী কোনও নতুন সম্পর্কে জড়াতে চলেছেন তিনি? তাঁর পোস্টে কীসের ইঙ্গিত? না, জিতুর পোস্টে কোনও নারী সঙ্গের ইঙ্গিত নেই। এ প্রেম ঈশ্বর প্রেম। ঈশ্বরের সিদ্ধান্তে আস্থা রাখার প্রেম। যেখানে জীবনের সব অভিযোগ অনুযোগ থেমে যায়।
বরং ঈশ্বরে আস্থা রেখে নিজের সঙ্গে এক নতুন সম্পর্ক গড়েছেন তিনি। যেখানে ভগবানের প্রতিটা সিদ্ধান্তে তিনি আত্মবিশ্বাসী। ঈশ্বর্যের সঙ্গে তাঁর এই সম্পর্ক সংযোগ তাঁর কাছে শক্তি, বিশ্বাস ভর্সা। সোশ্যাল মিডিয়ায় জিতু লিখলেন, ভগবানের পরিকল্পনা সব সময় আমাদের খারাপ লাগার থেকে অনেক বেশি সুন্দর। ধৈর্য্য রাখুন, ভগবানকে ধন্যবাদ জানান। জিতু এখন কাজের সূত্রে মাঝে মধ্যেই বাইরে থাকেন। বেশিরভাগ সময়টাই তিনি ব্যস্ত থাকেন শুটিং-এ। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় হাজির হতে দেখা যায়। সেখানেই এবার খোলামনে দিলেন ধৈর্য্য ধরার উপদেশ।