এই মুহূর্তে চর্চায় জিতু কামাল ও নবনীতা দাস। নবনীতা জানিয়েছেন, গত তিন মাস ধরেই আলাদা থাকছেন তাঁরা। একই সঙ্গে এও জানিয়েছেন, দু’জন দু’জনের সঙ্গে ভাল নেই। নবনীতা এ কথা বললেও জিতু বিচ্ছেদের খবর কার্যত অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নবনীতা ‘বাচ্চা মেয়ে’, রাগ হয়েছে তাঁর, আর সেই কারণেই নাকি এ রকম কথা বলেছেন। জিতু ও নবনীতা যাতে এক হয়ে যান, সেই আর্জিতে ভাসছে সামাজিক মাধ্যম। এরই মধ্যে রাত বাড়তেই জিতু কামালের ফেসবুক থেকে করা হল এক পোস্ট। কাকে উদ্দেশ্য করে সেই পোস্ট? কী বা লিখেছেন জিতু? মহাদেবের ছবি শেয়ার করে জিতু লেখেন, “গোপনীয়তা বজায় রাখো। ঘুরে বেড়াও কিন্তু কাউকে বলো না। একজন সঙ্গী খুঁজে নাও, কিন্তু কাউকে বলো না, সুখে থাকো কিন্তু কাউকে বলো না। মানুষ সুন্দর জিনিসগুলিকে ধ্বংস করে দেয়।” নেটিজেনদের একটা বড় অংশের ধারণা নবনীতাকে উদ্দেশ্য করেই জিতুর এই পোস্ট। ঝামেলা হয়েছে এ সত্য, সম্পর্ক ভাল নেই, এও ভুল খবর নয়, কিন্তু তা ফলাও করে জাহির করতে চাননি জিতু, সূত্র জানাচ্ছে এমনটাই। সকলের ইচ্ছেকে মান্যতা দিয়ে সবটা কি ঠিক করে নেবেন ওঁরা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
২০১৯ সালে বিয়ে করেন দু’জনে, ভালবাসার বিয়ে। এর আগে মাঝেমধ্যেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ভেসে এসেছে। তবে প্রতিবারই দুজনে তা অস্বীকার করেছেন। তবে এবার যদিও উল্টোসুর নবনীতার গলায়। প্রসঙ্গত, গতকাল জিতুর ছবি শেয়ার করে নবনীতা লেখেন, “আমরা দুজন দুজনের সঙ্গে ভাল নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের এর ইতিটা নয়, এই ভাবেই হোক। ভাল থেকো জিতু কামাল।”