Tollywood Inside: প্রসেজনিতের রাতের ঘুম কাড়তে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সরাসরি চ্যালেঞ্জ জানালেন ‘ইন্ডাস্ট্রি’কে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 26, 2023 | 3:11 PM

Tollywood Inside: কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথা প্রসঙ্গে সকলের প্রিয় টলিপাড়ার বুম্বা বলেন, 'ঋতু (ঋতুপর্ণ ঘোষ), গৌতম দা (গৌতম ঘোষ), বুদ্ধ দা (বুদ্ধদেব দাশগুপ্ত), সৃজিত সৃজিত মুখোপাধ্যায়), অনেকেই আমায় ভাঙাচোরার চেষ্টা করেছেন।

Tollywood Inside: প্রসেজনিতের রাতের ঘুম কাড়তে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সরাসরি চ্যালেঞ্জ জানালেন ইন্ডাস্ট্রিকে

Follow Us

একসপ্তাহ হতে চলল মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি কাবেরী অন্তর্ধান। পরিচালনায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রসেনজিৎ-এর সঙ্গে তাঁর এই নিয়ে মোট চারটি ছবি করা। যার মধ্যে জাতীয় পুরস্কারও উঠে এসেছে অভিনেতার ঝুলিতে। তবে প্রতিটা চরিত্রই টলিউডের ইন্ডাস্ট্রি-র কাছে বিশেষ। প্রতিটা চরিত্রতেই নিজেকে ভেঙে গড়ার কাজটাই তিনি করে চলেছেন। টিভি ৯ বাংলার স্টুডিও-তে মুখোমুখি বসে অনে অন্যকে ঠিক কী বলে চ্যালেঞ্জ করলেন তাঁরা?

কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘ইতিমধ্যেই পাইপলাইনে রয়েছে পাঁচ নম্বর ছবি। তবে এবার তিনি একটু অন্য স্বাদে অন্য ধাঁচে প্রসেনজিৎকে দর্শকদের সামনে আনতে চান। কারণ একটাই, প্রায় সাড়ে তিনশোটার বেশি ছবি করে ফেলেছেন প্রসেনজিৎ। এবার তাই নতুন কিছু ভাবার চেষ্টা করছেন পরিচালক।’

কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথা প্রসঙ্গে সকলের প্রিয় টলিপাড়ার বুম্বা বলেন, ‘ঋতু (ঋতুপর্ণ ঘোষ), গৌতম দা (গৌতম ঘোষ), বুদ্ধ দা (বুদ্ধদেব দাশগুপ্ত), সৃজিত সৃজিত মুখোপাধ্যায়), অনেকেই আমায় ভাঙাচোরার চেষ্টা করেছেন। এমন কি তুইও করেছিস। আমি মোটামুটি এটা জানি যে কাস্টকে মাথায় রেখেই ছবি লেখ। তোমার যখন মনে হয় এটা বুম্বাদা, তবে কোন পয়েন্টটা তোমার মাথায় আসে? উত্তরে সপাট জানিয়ে দেন কৌশিক, খুব চাপ। চাপ মানে কি, এমন সময় আমরা মুখোমুখি এই আলোচনাটা করছি, যখন আমাদের পঞ্চম ছবি মুক্তি পেয়ে গিয়েছে। যা নিয়ে আমরা কোনও কথা বলব না। তবে এটা লিখতে গিয়ে মনে হয়েছে, নতুন কীভাবে চরিত্রটাকে উপস্থাপনা করা যায়। এখন যেটা মনে হচ্ছে কাবেরী অন্তর্ধানে তোমাকে এক অন্য মানুষ রূপে পাওয়া গিয়েছে, এগুলোকে আমি ভেঙে ফেলতে চাই। আমি এমন একটা জিনিস করতে চাই যাতে তোমার রাতের ঘুম চলে যায়। সারা রাত পায়চারি খেয়ে তুমি ভাববে, যে আমি এটা কীভাবে করব, কীভাবে করব। তেমনই কিছু করার চেষ্টা করছি। পারলে তো ভাল। দর্শকের জন্য ভাল।’

Next Article