ঋতুহীন আট বছর: ঋতুপর্ণ ঘোষের জীবনের অজানা কিছু গল্প
শুভঙ্কর চক্রবর্তী |
May 30, 2021 | 11:25 AM
বাংলা চলচ্চিত্র জগতের সদা উজ্জ্বল একজন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং গীতিকার তিনি। বিজ্ঞাপন জগত থেকে পথ চলা শুরু এবং তারপর করে ভারতীয় সিনেমায় সম্পর্কের সমীকরণ নিয়ে অসামান্য সব কাজ। আজ, ৩০ মে তাঁর মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হন ঋতুপর্ণ ঘোষ। তাঁর জীবনের কিছু অজানা গল্পে ভরল আজকের গ্যালারি।
1 / 7
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিলেন। বাবা সুনীল ঘোষ ছিলেন ডকুমেন্টরি ফিল্ম-মেকার এবং চিত্রশিল্পী।
2 / 7
দেশের অন্যতম একজন পরিচালক যিনি নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে লুকোছাপা কখনও করেননি। প্রকাশ্যে একজন সমকামী ব্যক্তি ছিলেন।
3 / 7
ভারতীয় সিনেমায় কেরিয়ার শুরু করার আগে তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেছিলেন। সেই সময়, বিজ্ঞাপন-প্রচারের জন্য ‘ওয়ান-লাইনার’ এবং স্লোগান লেখার জন্য পরিচিত ছিলেন। বিজ্ঞাপনীয় ভাষায় এক বদল এনেছিলেন ঋতুপর্ণ, তাও আবার বাংলায়।
4 / 7
ঋতুপর্ণ ঘোষই হলেন একমাত্র পরিচালক যিনি সমগ্র বচ্চন পরিবারের সঙ্গে কাজ করেছেন।
5 / 7
ঋতুপর্ণ ঘোষের দ্বিতীয় ছবি 'উনিশে এপ্রিল', সত্যজিত রায়ের 'জলসাঘর' থেকে অনুপ্রাণিত।
6 / 7
রবীন্দ্রনাথ ছিল তাঁর প্রাণে। ঋতুপর্ণ বলেছিলেন, "রবীন্দ্রনাথ আমার দেখা শ্রেষ্ঠ নারী"। বহু ছবি গুরুদেবের ছাপ রয়েছে। তা সে 'চোখের বালি', 'নৌকাডুবি' 'চিত্রাঙ্গদা' ছবিগুলো রবীন্দ্রউদযাপন। ঠাকুরকে নিয়ে ডকুমেন্টারি ছবি করেছিলেন ঋতুপর্ণ। নাম ‘জীবনস্মৃতি’। গানের ওপারে সিরিয়ালেও ছিল নতুন প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত চর্চার গল্প।
7 / 7
দুই দশকের এক সময়। এর মধ্যে সেরা ফিচার ফিল্ম, সেরা চিত্রনাট্য এবং সেরা পরিচালনা বিভাগে তাঁর ফিল্মের জন্য ১২ টি জাতীয় পুরষ্কার জিতেছেন ঋতুপর্ণ।