Srijato Bandyopadhyay: বক্স অফিসে খারাপ ফল ‘মানবজমিন’-এর, শ্রীজাতর পরের ছবি কি বন্ধের মুখে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 11, 2023 | 1:33 PM

Srijato Bandyopadhya: সত্যি জানতে খোদ প্রযোজকের সঙ্গেই যোগাযোগ করেছিল টিভিনাইন বাংলা

Srijato Bandyopadhyay: বক্স অফিসে খারাপ ফল মানবজমিন-এর, শ্রীজাতর পরের ছবি কি বন্ধের মুখে?
শ্রীজাতের পরের ছবি কি বন্ধের মুখে?

Follow Us

সদ্য মুক্তি পেয়েছে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘মানবজমিন’। মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা সরকার ও পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি নিয়ে নানা মুনির নানা মত। কারও মতে পরিচালক হিসেবে সেভাবে দাগ কাটতে পারেননি পরিচালক। অন্যদিকে একাংশের মন্তব্য যে ছবি শ্রীজাত বানিয়েছেন তা সমাজের একটি বিশেষ স্তরের জন্যই সীমাবদ্ধ। বক্স অফিসেও ছবিটর পারফর্মম্যান্স ভাল না। এদিকে মানবজমিন মুক্তির আগেই তাঁর পরবর্তী ছবির ঘোষণা করে দিয়েছিলেন পরিচালক। ‘মানবজমিন’-এর প্রযোজক রানা সরকার। অন্যদিকে তাঁর দ্বিতীয় ছবি ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন’-এর প্রযোজকও রানাই। প্রথম ছবি ব্যর্থতার মুখে, শ্রীজাতকে দিয়ে দ্বিতীয় ছবি পরিচালনার সিদ্ধান্ত থেকে তিনি কি সরে এলেন? টলিউডে গুঞ্জন রটেছিল তেমনটাই।

সত্যি জানতে খোদ প্রযোজকের সঙ্গেই যোগাযোগ করেছিল টিভিনাইন বাংলা। রানার কথায়, “একেবারেই সরে আসিনি। শ্রীজাতের পরের ছবি আমিই প্রযোজনা করছি। ‘মানবজমিন’ সুপারহিট হবে এমনটা আমরা কোনওদিন ভাবিনি। আর ঘোষণা যখন হয়ে গিয়েছে তখন শ্রীজাতের সঙ্গেই ছবি হবে। পরম (ব্রত) কবে সময় দেবে জানালেই আমরা এগোব। ‘মানবজমিন’-এর বক্স অফিস পারফর্মম্যান্স নিয়ে তাঁর বক্তব্য, “সন্তোষজনক পারফর্ম করছে। কারও ভাল লাগছে। কারও লাগছে না। আমি শ্রীজাতকে বলেইছিলাম বক্সঅফিসকে মাথায় না রাখতে। গানগুলো সবার ভাল লাগছে। ছবিটি সবার জন্য তৈরি নয় সেটা প্রথম থেকেই বলে এসেছি। তাই যারা দেখছেন, যাঁদের ভাল লাগছে, সেটাই আমাদের প্রাপ্তি।”

প্রসঙ্গত, শ্রীজাতের পরের ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন সোহিনী সরকার ও পরমব্রত চট্টোপাধ্যায়। কলেজস্ট্রিট, বইপাড়া, ট্রাম, কবিতা.. মিলেমিশে এক প্রেমের গল্প ফুটে উঠবে ছবির পর্দায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে একটি ট্রাম। চলছে চিত্রনাট্য লেখার কাজ। খুব শীঘ্রই শুরু হবে শুটিং। প্রথম ছবিতে সে ভাবে নিজেকে ছাপ ফেলতে পারেননি শ্রীজাত। দ্বিতীয় ছবিতে দর্শককে তিনি কী উপহার দিতে চলেছেন, এখন সেটাই দেখার।

 

Next Article