বর্তমানে ঢাকাতেই রয়েছেন অভিনেত্রী মিথিলা। করছেন চুটিয়ে কাজ। তবে সদ্য শোনা গিয়েছে তাঁকে নিয়ে একাধিক মন্তব্য। শুটিং সেটে নাকি তিনি রীতিমত মেজাজ হারান? পরিচালকের সঙ্গে বচসাও হয় তাঁর? এই নিয়ে মিথিলাকে প্রশ্ন করা হলে তিনি মোটেও বিষয়টা এড়িয়ে যাননি। উল্টে স্বীকার করে নিয়েছিলেন, যে তিনি সত্যি এমনটা করে থাকেন। কারণ একটাই, সারা দিন তিনি খাটতে রাজি আছেন, কিন্তু রাতে একটা নির্দিষ্ট সময়ের পর তিনি বাড়ি ফিরতে চান। তাঁর আর তখন ভাল লালে না কাজ করতে। আর তখনই তাঁর মেজাজ যায় বিগরে। তিনি কোনও কথাই শুনতে চান না। যদিও এটা তিনি সব পরিচালকের ক্ষেত্রে করেন না। কেবল কাছের যাঁরা থাকেন, তাঁদের সঙ্গে তিনি এমনটা করে থাকেন বলে অভিনেত্রী দাবি করেন।
টলিউডে তাঁকে শেষ দেখা গিয়েছে ‘আয় খুকু আয়’ ছবিতে। বাংলাদেশের গায়িকা ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন বাংলাদেশেই চুটিয়ে কাজ করছেন। শৌভিক কুণ্ডুর ছবি ‘আয় খুকু আয়’। বাবা-মেয়ের গল্প। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে কাজ করেছিলেন তিনি। ছবি চলেওছিল ভাল। তবে এরপর থেকে টলিউডে আর সেভাবে কাজ করতে দেখা যাচ্ছে না মিথিলাকে। তাঁর একটি কন্যা সন্তান রয়েছে। আয়রা মিথিলা এবং সঙ্গীতশিল্পী তাহসানের কন্যা। মিথিলা এবং তাহসানের দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। পরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। কিন্তু আয়রার সঙ্গে তাহসানের যেমন অসাধারণ সম্পর্ক, তেমনই সৃজিতও তার আব্বু। সৃজিতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এই স্টার কিডের।
প্রসঙ্গত, ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। তাঁদের বিয়েতে হাজির ছিল গোটা টলিপাড়া। কলকাতা ও ঢাকাতে থেকেই সময় কেটে যায় অভিনেত্রী-গায়িকার। এদিকে সৃজিত ব্যস্ত তাঁর বলিউড ছবি নিয়ে। পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে সম্প্রতি ‘শেরদিল’-এর শুটিং করছেন। কাজের ফাঁকে সময় পেলে দু’জনে সময় কাটান। কিছুদিন আগে পরিচালক রাজর্ষি দের ‘মায়া’ ছবিতে অভিনয় করেছেন মিথিলা। মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এটাই তাঁর বড়সড় টলিউড ব্রেক।