Mrinal Sen Biopic: মৃণাল সেন হচ্ছেন চঞ্চল, স্ত্রী গীতা সেনের ভূমিকায় সৃজিত বাছলেন কোন নায়িকাকে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 02, 2023 | 5:24 PM

Mrinal Sen Biopic: মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। নাম দিয়েছেন 'পদাতিক'। আর এই ছবিতে নামভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এ খবর পুরনো।

Mrinal Sen Biopic: মৃণাল সেন হচ্ছেন চঞ্চল, স্ত্রী গীতা সেনের ভূমিকায় সৃজিত বাছলেন কোন নায়িকাকে?
গীতা সেনের ভূমিকায় সৃজিত বাছলেন কোন অভিনেত্রীকে?

Follow Us

মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। নাম দিয়েছেন ‘পদাতিক’। আর এই ছবিতে নামভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এ খবর পুরনো। নতুন খবর সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রীকে। তিনি কে জানেন? মনামী ঘোষ। উচ্ছ্বসিত মনামী। টিভিনাইন বাংলা ফোন করতেই তাঁর কথা, “এ বার আমার ২০২৩ শুরু হল। বছরটা আক্ষরিক অর্থেই যেন হ্যাপি হল”। মাত্র এক সপ্তাহের মধ্যে এই অফার এসে পৌঁছেছে মনামীর কাছে। তিনি বেড়াতে গিয়েছিলেন প্রায় এক মাস। দেশে ফিরেই হঠাৎই সৃজিত মুখোপাধ্যায়ের এক ফোন। অফিসে আসার পরেই জানতে পারলেন তাঁকে ভাবাহয়েছে গীতা সেনের চরিত্রে। এরপর যা হয়… লুক সেট…ইত্যাদি। সে সবই যদিও ইতিমধ্যেই উতরে গিয়েছেন মনামী। এই মাসেই শুরু হবে শুটিং। চঞ্চল তাঁর অনস্ক্রিন স্বামী। মনামী জানালেন, এখনও পর্যন্ত নাকি আলাপই নেই দুজনের। শুটিং শুরু হওয়ার আগে সৃজিত এক ওয়ার্কশপ করাবেন সেখানেই সেরে নেবেন আলাপ। বায়োপিক মানেই তা ঘিরে হাজারও প্রশ্ন, হাজারও সমালোচনা। কেউ খুঁত বার করবেন, আবার কেউ বা মনামী ও গীতার বাহ্যিক মিল নিয়েও করবেন চুলচেরা বিশ্লেষণ। তা নিয়ে মনামীর কী প্রতিক্রিয়া?

তাঁর কথায়, “এগুলো তো হবেই। তা নিয়ে ভাবলে কী করে চলবে। এত বড় একটা দায়িত্ব। এত বড় ছবিতে কাজ। আর সৃজিতদার ছবিতে এই প্রথম কাজ। সৃজিতদা যদি মনে করে থাকেন আমার সঙ্গে গীতা সেনের মিল রয়েছে সে ক্ষেত্রে তো আমার কিছু বলার থাকে না। আমি শুধু চেষ্টা করব আমার সবটা দিয়ে এই ছবিকে সুন্দর করে তুলতে।”

এর আগে চঞ্চলকে নেওয়া নিয়ে সৃজিত টিভিনাইনকে বলেছিলেন, “চঞ্চল চৌধুরীর সঙ্গে মৃণাল সেনের দৈহিক মিল রয়েছে। মূলত সেই কারণেই নেওয়া। তা ছাড়া অসম্ভব ভাল একজন অভিনেতা। আমি নিজেও ওর গুণগ্রাহী।” এর আগেও বায়োপিক বানিয়েছেন সৃজিত। কেরিয়ারের মধ্যগগনে ভাওয়াল সন্ন্যাসীকে তৈরি তাঁর বায়োপিক হিট হয়েছিল। যদিও হিন্দিতে ভারতের মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ককে নিয়ে নির্মিত ছবি ‘শাবাশ মিতু’ হিট করারে পারেননি পরিচালক। এই বায়োপিকের ভবিষ্যৎ কী।, তা তো উত্তর দেবে সময়।

 

Next Article