আবারও একসঙ্গে ওঁরা। না ছবি শেয়ার করেননি। তবে ইনস্টাগ্রাম স্টোরিতে আভাস দিয়েছেন একসঙ্গে সময় কাটানোর, তাও ইঙ্গিতে । কথা হচ্ছে এই মুহূর্তের দুই চর্চিত অভিনেতা নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।
মঙ্গলবার বেরিয়েছিলেন তাঁরা, গিয়েছিলেন কোনও পছন্দের রেস্তরাঁতে। নুসরত মা হবেন। এই সময় ক্রেভিং অর্থাৎ বিশেষ ধরনের খাবার খাওয়ার ইচ্ছে অনেকেরই হয়ে থাকে। নুসরতও ব্যতিক্রম নন। আর এই ক্রেভিং পূর্ণ করার দায়িত্ব যে যশ নিয়েছেন তা বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ওঁদের সোশ্যাল মিডিয়ায় হানা দিলেই টের পাওয়া যায়।
সম্পর্ক নিয়ে এখনও তাঁরা চুপ, তবে অভিনেত্রীর মা হওয়ার দিন যত এগচ্ছে ততই যেন ঘুছে যাচ্ছে রাখঢাক। একে অপরের সঙ্গেই রয়েছেন– এই বার্তা যেন ইঙ্গিতে দিচ্ছেন যশরত। সদ্য পার্কস্ট্রিটে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নুসরত। সে ছবি TV9 বাংলার পর্দায় এক্সক্লুসিভ দেখেছেন দর্শক। নুসরতের সন্তানের বাবা কে, তা নিয়ে সকলেরই কৌতূহল রয়েছে। কারণ সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি। এ নিতান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। সে কারণেই হয়তো এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার প্রয়োজন অনুভব করেননি।
নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন।
স্বভাবতই প্রশ্ন উঠেছে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তাঁর দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়। আর এই জল্পনাকেই যেন মান্যতা দিচ্ছে ওঁদের সাম্প্রতিক পোস্টগুলি। সেই পোস্ট যেন না চাইতেই বলে দিচ্ছে অনেক কিছুই। জানিয়ে দিচ্ছে, ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’?
এই মাসেই মা হওয়ার কথা নুসরতের। মাতৃত্বের একেবারে শেষ পর্যায়ে তিনি। এই সময় ঠিক যে ভাবে সঙ্গীর খেয়াল রাখতে হয় তেমনটাই রাখছেন যশ। কিন্তু তাঁদের ব্যক্তিগত জীবন ঘিরে গত কয়েক মাসে যে চর্চা চলছিল তা আজও অব্যাহত। সে সবে পাত্তা দিতে যে চান না তা নিয়ে দিন কয়েক আগেই টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন যশ। আপাতত কাজ নিয়েও ব্যস্ত তিনি, নতুন ছবির ঘোষণা হয়েছে এ দিনই। বিপরীতে এনা সাহা। এনার প্রযোজিত ছবিতে অভিনয় করতে গিয়েই গত বছর যশ-নুসরতের জীবনের হিসেব খানিক অন্যরকম হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রি বলে, ওই ছবি করতে গিয়ে কাছাকাছি আসেন তাঁরা। তারপর রাজস্থান ভ্রমণ থেকে শুরু করে একসঙ্গে থাকা, ঘোরা এবং নুসরতের মা হওয়ার খবর… সব মিলিয়ে যেন রোলার কোস্টার রাইড। যশ-নুসরত অবশ্য সে সবে পাত্তা না দিয়ে রয়েছেন নিজেদের শর্তে। অন্যদিকে নুসরত অপেক্ষা করছেন তাঁর সন্তানের। আর যশ?