Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Param-Piya: সেলিব্রেশন শেষ হয়নি, এই মাসের ২৪-এ পরম-পিয়ার ‘বড়দিন’

Param-Piya: মধুচন্দ্রিমা থেকে ফিরেছেন সদ্য। অথচ সেলিব্রেশন এখনও শেষ হয়নি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সদ্য বিবাহিত দম্পতি চুপিসারেই বিয়েটা সেরেছিলেন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে। ইন্ডাস্ট্রির দু-তিন জন ছাড়া সেই সেলিব্রেশনে দেখা মেলেনি কারও।

Param-Piya: সেলিব্রেশন শেষ হয়নি, এই মাসের ২৪-এ পরম-পিয়ার 'বড়দিন'
পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 11:52 AM

মধুচন্দ্রিমা থেকে ফিরেছেন সদ্য। অথচ সেলিব্রেশন এখনও শেষ হয়নি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সদ্য বিবাহিত দম্পতি চুপিসারেই বিয়েটা সেরেছিলেন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে। ইন্ডাস্ট্রির দু-তিন জন ছাড়া সেই সেলিব্রেশনে দেখা মেলেনি কারও। তবে টিভিনাইন বাংলা আগেই জানিয়েছিল পরবর্তীতে ইন্ডাস্ট্রির বন্ধু ও চেনা পরিচিতদের নিয়ে এক গ্র্যান্ড রিসেপশনের পরিকল্পনা করছেন তাঁরা। সেই মতোই আগামী ২৪ তারিখ অর্থাৎ ‘বড়দিন’-এর এক দিন আগেই জুটির জীবনে আগমন ঘটছে আরও এক বড়দিন তথা মেগা ইভেন্টের। শহরেই এক রিসেপশন পার্টি দিতে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই আমন্ত্রিতদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ। সব মিলিয়ে প্রস্তুতি চলছে ভালই।

পিয়া চক্রবর্তীকে বিয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে একাধিক বার কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেতাকে। মানসিক স্বাস্থ্যকর্মী পিয়াও ছাড় পাননি। জুটেছে ‘হোমব্রেকার’ অর্থাৎ ঘরভাঙানি তকমাও। কারণ একটাই পিয়ার আরও এক পরিচয় রয়েছে। তিনি সঙ্গীতশিল্পী ও সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। যদিও পরমব্রতের দাবি তিনি কারও সংসার ভাঙেননি। একই ভাবে তাঁর বহুদিনের বিদেশী বান্ধবীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদও পিয়ার জন্য হয়নি। আপাতত কাজ ও নতুন জীবন নিয়ে ব্যস্ত তাঁরা। মধুচন্দ্রিমা সেরে এসেছেন, রিসেপশন পার্টিও সামনে, এরই মধ্যে জানুয়ারি মাসেই নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন পরমব্রত, সেখানে আবার তিনি পরিচালক।