রাহুলে একটি ফেসবুক পোস্ট অভিনেতা গৌরব চক্রবর্তীর কাছে ‘পাগলামি’। তাঁর জন্য ‘লজ্জাজনক’ও বটে। রাহুলের পোস্টে প্রকাশ্যে সে কথাই জানালেন গৌরব। কী এমন করলেন রাহুল?
সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজর্ষি দে’র পরবর্তী ছবি ‘মায়া’র লুক। ম্যাকবেথ অনুপ্রাণিত এই ছবিতে রয়েছে টলিপাড়ার একাধিক প্রথম সারির অভিনেতা। এই ছবি দিয়েই টলি অভিষেক হতে চলেছে বাংলাদেশি অভিনেত্রী মিথিলার। ছবিতে ম্যাকবেথের আদলে তৈরি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। ছবিতে তাঁর নাম মাইকেল। অন্যদিকে রাহুলের চরিত্রটি অনেকটা রাজা ডানকান পুত্র ম্যালকমের আদলে। রাহুল তাঁর পোস্টে গৌরবের ওই ছবির লুক শেয়ার করে লিখেছেন, “মায়া চলচ্চিত্র ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত। মাইকেলের চরিত্রে অন্যতম সুঅভিনেতা গৌরব। ওই ম্যাকবেথ। ছবির বাকি পুরুষরা স্যাটেলাইট চরিত্র (পার্শ্বচরিত্র)।
আর রাহুলের ওই শেষ লাইনের সঙ্গেই একেবারেই সহমত নন গৌরব। বেশ এক লম্বা চওড়া কমেন্ট করেছেন তিনি। লিখেছেন, “রাহুল দা, এটি পাগলামি। আমি যখন প্রফেশনাল অভিনয় করা শুরু করেছি তখন রাহুল বন্দ্যোপাধ্যায় সুপারস্টার। আমার সঙ্গে যখন প্রথম আলাপ হল আমি জানলাম তিনি হিউমিলিটির এপিটোম। আমার সৌভাগ্য আমি তাঁকে বন্ধু বলে পরিচত দিতে পারি। আমার সৌভাগ্য যে তাঁর সঙ্গে তিনটে ছবি কাজ করার সুযোগ আমি পেয়েছি। এই ধরনের মন্তব্য আমার কাছে খুবই লজ্জাজনক।”
গৌরব আরও যোগ করেন, রাহুল কখনই ‘স্যাটেলাইট’ হতে পারেন না। এই ছবিতে যেহেতু একের বেশি চরিত্র রয়েছে তাই সবাই মিলে দর্শককে ভাল ছবি উপহার দেওয়াই তাঁদের লক্ষ্য। রাহুল এ প্রশ্নের উওর দেননি। গৌরবের কমেন্ট সেকশনে উত্তর দিতে দেখা গিয়েছে পরিচালক রাজর্ষি দে’কে। তিনি লিখেছেন, “… তোমরা কয়েকজন আছি বলেই এমন কন্টেন্ট বানানোর সাহস করি।”
ছবিতে রাহুল, গৌরব, মিথিলা ছাড়াও রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, রাতাশ্রী দত্ত, রনীতা দাশ, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সায়ন্তনী গুহঠাকুরতার মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটি শীতকালে মুক্তি পাবে বলেই জানা যাচ্ছে।