Raj Chakrabarty: ‘রিমেক করেছি ক্রাইম করিনি’, ছবি নকলের অভিযোগ নিয়ে পাল্টা রাজ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 27, 2023 | 7:26 PM

Raj Chakrabarty: রাজ চক্রবর্তী মানেই কপিক্যাট! দক্ষিণী ছবির থেকে একের পর এক কপি করেছেন তিনি-- তাঁর নামে এ হেন অভিযোগ কিন্তু নতুন নয়।

Raj Chakrabarty: রিমেক করেছি ক্রাইম করিনি, ছবি নকলের অভিযোগ নিয়ে পাল্টা রাজ
রাজ চক্রবর্তী।

Follow Us

রাজ চক্রবর্তী মানেই কপিক্যাট! দক্ষিণী ছবির থেকে একের পর এক কপি করেছেন তিনি– তাঁর নামে এ হেন অভিযোগ কিন্তু নতুন নয়। নিজের কনটেন্ট তৈরি করেও তাঁকে এই অভিযোগ নিয়ে ঘুরতে হয় রোজ। সম্প্রতি টিভিনাইন বাংলা তাঁকে প্রশ্ন করেছিল এ বিষয়ে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, এতদিন ইন্ডাস্ট্রি থেকেও এই যে কপিক্যাট তকমা, টুকলি চক্রবর্তী ট্যাগ, তাতে কি খারাপ লাগে তাঁর? রাজ কী বললেন, রইল তাঁরই জবানিতে…

রাজ-উবাচ

“হ্যাঁ একটা সময় তো আমি রিমেক করতাম, করেছি, সেই জন্যই বলেছে। তাতে অসুবিধের কী হয়েছে? এখন করি না। কিন্তু ম্যাক্সিমাম পার্টটা এর আগে রিমেকই করেছি। আর সেটাই যদি কেউ বলে থাকেন,তবে তো কিছু ভুল বলেননি। আর তা ছাড়া আমি তো কোনও ক্রাইম করিনি। আমি ছবি বানিয়েছি…পয়সা দিয়ে স্বত্ব কিনে তবে সেই ছবি করেছি। সে কারণেই রিমেক ছবি বলেছে। ঠিকই আছে। কেউ ভাল বলবে, কেউ খারাপ বলবে, এটা পার্ট অব জার্নি। আমরা কেউ ভগবান নই যে আমাদের সবাই ভাল বলবে। তাই এটা নিয়ে বিচলিত হওয়ার কিচ্ছু হয়নি।”

প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। ওয়েব সিরিজে দেখা গিয়েছে একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীকে। দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভাল। কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় বিশেষ প্রশংসার দাবি রাখেই বলে মত তাঁদের।