Ram Charan: বাংলা ছবি খুব ভালবাসি, ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই: রামচরণ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 13, 2022 | 7:26 PM

Ram Charan: বাংলা ইন্ডাস্ট্রির বেহাল দশা। হাতেগোনা ছবি হিট। প্রতি সপ্তাহেই প্রায় মুক্তি পাচ্ছে ছবি। কিন্তু সাফল্য?

Ram Charan: বাংলা ছবি খুব ভালবাসি, ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই: রামচরণ
রামচরণ।

Follow Us

বাংলা ইন্ডাস্ট্রির বেহাল দশা। হাতেগোনা ছবি হিট। প্রতি সপ্তাহেই প্রায় মুক্তি পাচ্ছে ছবি। কিন্তু সাফল্য? তা আসছে কই! টলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরাও এখন বম্বেমুখী। সাম্প্রতিক উদাহরণ– যশ দাশগুপ্ত। টি-সিরিজ প্রযোজিত ছবি ‘ইয়ারিয়ান ২’-এ কাজ করতে চলেছেন যশ। শুধু কি যশ? মিমি চক্রবর্তীও আলি ফয়জলের সঙ্গে অভিনয় করতে চলেছেন হিন্দি ওয়েব সিরিজে। শোনা যাচ্ছে নুসরত জাহানও কাজ করবেন বলিউডে। অন্যদিকে আবার পরিচালক রাজ চক্রবর্তীরও হিন্দি প্রজেক্টে দেখা যেতে পারে সাঁই পল্লবীকে।

এমতাবস্থায় দক্ষিণী সুপারস্টার রামচরণের মুখে যদিও অন্য কথা। বাংলা ইন্ডাস্ট্রির ভূয়সী প্রশংসা করলেন তিনি। হাজির ছিলেন হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটে। সেখানেই রামচরণ জানান, তিনি বাংলাস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। তাঁর কথায়, “আমি চাই গুজরাতি ছবিতে কাজ করতে। চাই বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করতে। আমি বাংলা ছবি খুব ভালবাসি। আশা করছি ওখান থেকে আমায় কেউ ছবিতে নিক। এমন একটা ইন্ডাস্ট্রির অংশ হতে চাই যেখানে সীমার কোনও বেড়া নেই।”

নিজেকে শুধুমাত্র দক্ষিণী ছবির সুপারস্টার বলে মানতে নারাজ তিনি। তাঁর কাছে ছবি বেড়াজালের ঊর্ধ্বে। আঞ্চলিক ছবি নয়, বরং সব আঞ্চলিক ছবিই আদপে ভারতীয় ছবি– এমনটাই বিশ্বাস করেন তিনি। এই বছর মুক্তি পেয়েছে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘আরআর আর’। ওই ছবি সারা বিশ্বে প্রায় ১২০০ কোটির উপর ব্যবসা করেছে। সম্প্রতি পরিচালক রাজামৌলী ঘোষণা করেছেন ওই ছবির সিকুয়াল আসছে। তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লিখতে শুরু করে দিয়েছেন। তা শেষ হলেই ছবি যাবে ফ্লোরে।

Next Article