Ridhima Ghosh: পাশে মায়ের ছবি, মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ শ্বশুরের, জমজমাট ঋদ্ধিমার সাধ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 01, 2023 | 4:58 PM

Ridhima Ghosh: মা নেই তাঁর, বছর দু'য়েক হল ঋদ্ধিমা ঘোষকে ছেড়ে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। এই মুহূর্তে নিজেই মা হতে চলেছেন ঋদ্ধিমা।

Ridhima Ghosh: পাশে মায়ের ছবি, মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ শ্বশুরের, জমজমাট ঋদ্ধিমার সাধ
জমজমাট ঋদ্ধিমার সাধ

Follow Us

মা নেই তাঁর, বছর দু’য়েক হল ঋদ্ধিমা ঘোষকে ছেড়ে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। এই মুহূর্তে নিজেই মা হতে চলেছেন ঋদ্ধিমা। নতুন অতিথিকে স্বাগত জানানোর সময় ক্রমশ এগিয়ে আসছে। মা নেই তাতে কী? চক্রবর্তী পরিবার এই গোটা সময়টা আগলে রেখেছেন তাঁকে। সেই মতোই ধুমধাম করে অনুষ্ঠিত হল ঋদ্ধিমার সাধের অনুষ্ঠান। পছন্দের খাবার দিয়ে সাজানো হল তাঁর পাত। পঞ্চব্য়ঞ্জন দিয়ে পরিবেশন করা হল তাঁকে। শাড়িতে সেজে উঠলেন তিনি। একগাল হাসি, আর প্রেগন্যান্সি গ্লোতে তিনি যেন অপরূপা। খাওয়ার জায়গায় পাশেই রাখা ছিল মায়ের ছবি। সঙ্গে স্তম্ভের মতো তাঁকে আগলে রেখেছিলেন অভিনেত্রীর জীবনের প্রধান তিন পুরুষ। শ্বশুরমশাই সব্যসাচী চক্রবর্তী। তাঁর নিজের বাবা ও স্বামী গৌরব চক্রবর্তী। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির সব চেনা মুখও। আর মাত্র কিছু দিন। এর পরেই চক্রবর্তী পরিবারে আগমন হবে নতুন অতিথির।

এ বছর পয়লা বৈশাখের সময়ই সন্তান আসার খবর জানান ঋদ্ধিমা। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।” শুভেচ্ছা উপচে পড়েছিল সেই খবরে। তার পর থেকেই প্রেগন্যান্সি জার্নির একের পর এক ছবি ঋদ্ধিমা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি হাজির হয়েছিল ‘আবার প্রলয়’-এর সাকসেস পার্টিতেও। সঙ্গে ছিলেন স্বামী গৌরব চক্রবর্তীও।

Next Article