দোলের শুরুটা মোটেও ভাল হল না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। হারালেন কাছের মানুষকে। ইনস্টাগ্রামের আবেগঘন তিনি। সোমবার সন্ধেবেলায় প্রয়াত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল। আর এই বাবুলের সঙ্গেই দীর্ঘদিনের বন্ধুত্ব অভিনেত্রীর। ‘বেদের মেয়ে জোসনা’সহ জনপ্রিয় ছবিতে কোরিওগ্রাফ করেছেন তিনি। বাবুলের ছবি শেয়ার করে ঋতুপর্ণা লেখেন, “মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক অনেক ছবি করেছি তোমার সঙ্গে বাবুল। কত গল্প, কত হাসি, কত দারুন দারুন কাজ।” বাবুল ঋতুপর্ণাকে ডাকতেন ‘ম্যাজিক গার্ল’ বলে। অভিনেত্রী আরও লেখেন, “বড় তাড়াতাড়ি চলে গেলে। অনেক লড়াই করলে। এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাই-এর কাছে চলে গেলে। কত কাজ করেছি আমরা সবাই। সব স্মৃতি হয়ে গেল। ভাল থেকো যেখানেই থাকো।”
দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন বাবুল। চলছিল চিকিৎসাও। কিন্তু ফিরতে পারলেন না তিনি। জানা যাচ্ছে, অসুস্থ হওয়ার আগে পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছেন তিনি। তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। ছবিটি যদিও এখনও মুক্তি পায়নি। চার দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি। ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন তিনি। ১৯৯৩ সালে ‘দোলা’ প ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’–ছবির জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার জয় করেছিলেন। দুই বাংলাতেই তিনি ছিলেন জনপ্রিয়। শুধু ঋতুপর্ণাই নন তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন দুই বাংলার কলাকুশলীরাও। পরিবার দ্রুত শোক কাটিয়ে উঠুক, আপাতত এটাই প্রার্থনা সকলের।