ভবানীপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ‘বন্ধ’ গাড়ি থেকে মানিব্যাগ, এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ নথি খোয়া যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। যদিও সন্ধে গড়াতেই জানা গেল, ব্যাগটি পাওয়া গিয়েছে।
এ দিন সকালে অভিনেতার তরফে জানানো হয়, রোজকার মতো সোমবার সাড়ে ৯টা নাগাদ ভবানীপুর চিত্তরঞ্জন হাসপাতালের বিপরীতে তিনি জিমে গিয়েছিলেন। জিমের নিচে তাঁর গাড়ি দাঁড় করানো ছিল। ঘণ্টাখানেক পরে তিনি গাড়িতে ওঠে দেখেন ওয়ালেট এবং গুরুত্বপূর্ণ নথি গাড়ির ড্যাশবোর্ড থেকে উধাও। সাহেব জানিয়েছিলেন সেই মানিব্যাগে এটিএম কার্ডের পাশাপাশি ছিল নগদ টাকাও।
অভিনেতা জানিয়েছেন, গাড়ির কাচ ভাঙা ছিল না। যদিও গাড়ির লক খোলা ছিল কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন কারণ, তিনি রিমোর্টের গাড়ির লক খুলেছিলেন। প্রসঙ্গত, যে স্থানে ঘটনাটি ঘটেছে তা ভবানীপুর থানা লাগোয়া। থানার এত কাছে ব্যাগচুরির অভিযোগে কার্যত ধন্দে পড়ে যায় পুলিশও। অভিযোগ পেয়ে ঘটনাস্থল ঘুরেও দেখে ভবানীপুর থানার পুলিশ। এরই পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে ধরার আশ্বাসও দেয় তাঁরা।
এর পরেই সন্ধে নাগাদ ভবানীপুর পুলিশ সূত্রে জানানো হয় ব্যাগটি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি, চুরি নয়, কোনওভাবে হয়তো সাহেবের পকেট থেকেই ব্যাগটি গাড়ির আশেপাশেই পড়ে যায়। এক পথচারী রাস্তায় তা কুড়িয়ে পেয়ে আউট পোস্টে গিয়ে জমা দেয়।।
টিভিনাইন বাংলার তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে ব্যাগটি খুঁজে পাওয়ার কথা বললেও তা কীভাবে উদ্ধার হল সে বিষয়ে বিস্তারিত মুখ খোলেননি। আগামীকাল অর্থাৎ সোমবার থানা থেকে মানিব্যাগটি তিনি সংগ্রহ করবেন বলে জানিয়েছেন অভিনেতা।