ছোট্ট ইউভানের মিষ্টি কেরামতি। বাবা-মায়ের সঙ্গে ফের বিদেশে বেড়াতে গিয়েছে সে। প্রতিটি মুহূর্তের ছবি বাবা রাজ চক্রবর্তী শেয়ার করছেন তাঁর ইনস্টাগ্রামে। এবার তিনি শেয়ার করলেন ইউভানের চুম্বনের মুহূর্ত। জামাইকাতে বেড়াতে গিয়েছেন রাজ-শুভশ্রী। তা খোলসা করে বলেও দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্ট। শুভশ্রীর ইনস্টাগ্রামেও ছড়িয়ে ছিটিয়ে তাঁদের জামাইকা ভ্রমণের নানা মুহূর্ত। তবে বেড়ানোর প্রতি মুহূর্তেই যে ইউভান তাঁদের ধ্যানজ্ঞান, তা ভাল মতো স্পষ্ট হয়েছে। একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ইউভানকে নিয়ে। মা শুভশ্রী ছেলেকে খাইয়ে দিচ্ছিলেন। সেই সময় একটি ছোট্ট, মিষ্টি কৃষ্ণাঙ্গ মেয়ে আসে ইউভানের কাছে। ইউভান তাঁকে নিজের কাছে ডেকে নেয়। মেয়েটির নাকি মন খারাপ ছিল। তাই ইউভান তাকে আদর করে দেয়। তার ঠোঁটে চুমু খায়। ব্যাস, ভিডিয়ো পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল। ইউভানের মিষ্টত্ব ও তাঁর বন্ধুত্বপূর্ণ স্বভাব সকলের মন জয় করে। এমনকী, তারকারাও কমেন্ট বক্স ভরিয়ে দেন ভালবাসায়।
গায়িকা ইমন চক্রবর্তী লিখেছেন, “ওল্লে সোনা বেবি।” অভিনেত্রী বরখা সেনগুপ্ত লিখেছেন, “এভাবে চুমু খেতে কীভাবে শিখল ইউভান?”
জন্ম থেকেই তারকা সন্তান ইউভান সকলের প্রিয়। সে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর একমাত্র সন্তান। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁর জন্ম হয়। মাস খানেকের মধ্যেই ২ বছরে পা দেবে ইউভান। চনমনে বাচ্চা। মিশুখে। সম্প্রতি স্কুলে যাওয়াও শুরু করেছে সে। রাজ-শুভশ্রীর বুকের পাঁজর। তাকে চোখ হারান দুই তারকা। ইউভানও বাবা-মায়ের সঙ্গে-সঙ্গেই থাকে। তাকে কাছ ছাড়া করেন না রাজ-শুভশ্রী। এমনকী তাকে কলকাতায় রেখে বেড়াতেও যান না। এই মুহূর্তে তাঁদের ট্রিপের আকর্ষণ ইউভান। তাকে ঘিরেই সবটা, সব আনন্দ।