ভ্যাকসিনের সাইড এফেক্ট ডার্ক চকলেট ক্রেভিং! ‘জুন’ আন্টির নতুন আবিষ্কার

শুভঙ্কর চক্রবর্তী |

Jun 08, 2021 | 6:38 PM

টিভিনাইন বাংলাকে তিনি বলেন, “উঠে বসার ক্ষমতা নেই। ভীষণ ব্যথা। ১০১-এ মতো জ্বর এসেছিল।

ভ্যাকসিনের সাইড এফেক্ট ডার্ক চকলেট ক্রেভিং! জুন আন্টির নতুন আবিষ্কার
‘জুন আন্টি’র চরিত্র ঊষসী চক্রবর্তী।

Follow Us

ভ্যাকসিন নিয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘প্রচন্ড ভয়ে ভয়ে চোখ ফোখ বুজে ইনজেকশান এ আমার বরাবরই একটা ইয়ে আছে’।

ভ্যাকসিনের সাইড এফেক্ট হতে পারে, ডাক্তার অন্তত তাই বলছে। অভিনেত্রীর শরীরেও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ তারপরের ফেসবুক পোস্টে লেখেন, ‘এটা কি ধরনের ভ্যাক্সিন ভাই পুরো বিছানায় শুইয়ে দিয়েছে কাল থেকে—মাথাই তুলতে পাচ্ছি না। একের পর এক প্যারাসিটামল খেয়েও…’ কিন্তু এখন বোধ হয় অভিনেত্রী বুঝতে পারছেন, তার সাইড এফেক্ট অন্য, চকলেটকেন্দ্রিক। তা-ই তাংর নতুন পোস্টে উষসী লেখেন, ‘আমার খুব ডার্ক চকলেটের ক্রেভিং হচ্ছিল—সেটা কি ভ্যাক্সিনের সাইড এফেক্ট হতে পারে?…’

 

 

সোমবারই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। টিভিনাইন বাংলাকে তিনি বলেন, “উঠে বসার ক্ষমতা নেই। ভীষণ ব্যথা। ১০১-এ মতো জ্বর এসেছিল। প্যারাসিটামল খেয়েছি। মনে হচ্ছে ঘাড়ের পিছনে কে যেন পিন ফুটিয়ে দিয়েছে। বাকি হাতে ব্যথার কথা না হয় বাদই দিলাম।” মঙ্গলবার বাড়ি থেকে শুট করে পাঠানোর কথা ছিল তাঁর। কিন্তু শরীর খারাপ থাকায় সে শিডিউলও গিয়েছেন ভেস্তে। যদিও টিকা নিয়ে খানিক স্বস্তি তাঁর। পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে ঠিকই, কিন্তু আখেরে যে তাঁরই লাভ সে কথাও বলেন অভিনেত্রী। কিন্তু এ সব জ্বরের ঊর্ধ্বে যে তাঁর এই চকলেট ক্রেভিং তা তিনি বুঝতে পেরেছেন।

 

 

তাঁর পোস্টে পড়েছে বেশ কয়েকটি কমেন্টও পড়েছে যা বেশ মজাদার। একজন লিখেছেন, এবার ডার্ক চকলেট খেয়ে দেখো.. যদি দেখো ভাক্সিনের জন্য ক্রেভিং হচ্ছে তাহলে বুঝবে ওটা ভ্যাক্সিনের ডান সাইডের এফেক্ট…’

 

আরও পড়ুন ফের অ্যাকশন থ্রিলারে ‘মিস্টার খিলাড়ি’, আগামী তিন বছরের জন্য ‘বুকড’ হতে চলেছেন অক্ষয়

Next Article