ফের অ্যাকশন থ্রিলারে ‘মিস্টার খিলাড়ি’, আগামী তিন বছরের জন্য ‘বুকড’ হতে চলেছেন অক্ষয়

ছবির নাম অবশ্য ঠিক হয়নি। তবে বিশ্বজুড়ে শুট করার জন্য বড় বাজেট নিয়ে নামতে চলছে প্রযোজক।

ফের অ্যাকশন থ্রিলারে 'মিস্টার খিলাড়ি', আগামী তিন বছরের জন্য 'বুকড' হতে চলেছেন অক্ষয়
ব্যাংককে যাওয়ার আগে তাইকোন্ডোতে অক্ষয়ের ছিল ব্ল্যাক বেল্ট। ব্যাংককে সে সময়, তিনি রাস্তায় রান্না এবং মার্শাল আর্ট প্রশিক্ষণের মতো কাজ করেন। পরে তিনি মুম্বইতে স্থানান্তরিত হন এবং মার্শাল আর্ট পড়ানো শুরু করেন। তাঁর এক ছাত্র তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে তাঁর মডেলিং করা উচিত। কয়েক মাস পর, ফিল্ম নির্মাতা প্রমোদ চক্রবর্তী তাকে ‘দিদার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। বর্তমানে অক্ষয় হলেন বলিউডের অন্যতম সফল অভিনেতা যিনি প্রতি বছর বেশ হিট ফিল্ম উপহার দিয়ে চলেছেন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2021 | 6:20 PM

গত বছর অগাস্ট মাসে অক্ষয় কুমার যুক্তরাজ্যে তাঁর অ্যাকশন থ্রিলার ‘বেল বটম’-এর শুটিং শুরু করেছিলেন। মহামারীর মাঝে শুটিং হওয়া প্রথম বলিউড ছবির অভিনেতা ছিলেন তিনি। পূজা এন্টারটেনমেন্ট প্রযোজিত স্পাই থ্রিলারটি প্রায় দু’মাস ধরে শুটিং করা হয়েছিল এবং বর্তমানে পোস্ট প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। যদিও এখনও ‘বেল বটম’-এর মুক্তি সম্পর্কে নির্মাতারা কেউ মুখ খোলেনি। সূত্রের খবর এরই মাঝে, পূজা এন্টারটেনমেন্ট প্রযোজিত আরও এক ছবির অংশ হতে চলেছেন অক্ষয়। “‘বেল বটম’-এর শুটিংয়ের সময় তাঁর প্রযোজক ভাগ্নানির শুটিং চলাকালীন অক্ষয়কে আরও এক ছবির গল্প শোনান এবং অভিনেতা তৎক্ষণাৎ রাজিও হয়ে যান,” বলেন এক সূত্র। অক্ষয় ‘রকশা বন্ধন’ এবং ‘রাম সেতু’র শুটিংয়ের পর এই নতুন ছবিটির শুটিং চলতি বছরে হতে চলেছে।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

ছবির নাম অবশ্য ঠিক হয়নি। তবে বিশ্বজুড়ে শুট করার জন্য বড় বাজেট নিয়ে নামতে চলছে প্রযোজক। অ্যাকশন ছবিটি বায়ো-বাবল প্রোটোকল অনুসরণ করে ‘বেল বটম’-এর মতো শুটিং শুরু করার পরিকল্পনা করছে। ছবিটির একটি বড় অংশ যুক্তরাজ্যে রয়েছে। নির্মাতারা একজন পরিচিত পরিচালকের সঙ্গেও কথা বলছেন (শীঘ্রই এটি সম্পর্কে আরও) এবং কাগজপত্রের কিছু দিনের মধ্যে শেষ হতে চলেছে।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অক্ষয়ের হাতে এখন প্রচুর কাজ। ‘ওহ মাই গড’-এর সিক্যুয়েল করছেন তিনি। ছবিতে রয়েছে পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম। এছাড়াও ‘সূর্যবংশী’, ‘বেল বটম’, ‘অতরঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ এবং ‘বচ্চন পান্ডে’র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

এছাড়াও ১০টি স্ক্রিপ্ট নিয়ে কথা চলছে অভিনেতার, এবং যদি সেগুলি সব বাস্তবায়িত হয়, তবে কেউ আগামী ৩ বছরের জন্য অক্ষয়কুমার একেবারে বুকড। বি-টাউনের ব্যস্ততম অভিনেতা হয়ে উঠবেন অক্ষয়।

আরও পড়ুন ভীষণ মন খারাপ ধনুষের, ভাবতে পারেননি এমনটা হবে, কী ঘটল তাঁর জীবনে?