শ্রাবন্তী চট্টোপাধ্যায়– টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যতই থাকুন না কেন তাঁর সুন্দর মুখ ও মিষ্টি ব্যবহারের ভক্ত প্রচুর। ইদানিং শ্রাবন্তীর সোশ্যাল মাধ্যমে উঁকি দিলেই দেখা যাচ্ছে একটা চিত্র। জোরকদমে শরীর চর্চায় মজেছেন অভিনেত্রী। ফিটনেস কোচ অভিজিতের তত্ত্বাবধানে চলছে তাঁর এই শরীর চর্চা। শুধু জিমই নয়, ফ্রি হ্যান্ড থেকে ফ্রি স্টাইল শ্রাবন্তীর থামার যেন অবকাশ নেই। ক্লান্ত হয়ে পড়ছেন অভিনেত্রী। তবু কোচ তাঁকে ছাড়বেনই না। বেঁধে রেখেছেন কড়া অনুশাসনে। গ্ল্যামারের প্রথম সারির অভিনেত্রী তখন যে এক বাধ্য ছাত্রী। মন দিয়ে মেনে চলছেন কোচের প্রতিটি অক্ষর। একাধিক ভিডিয়োতে তাঁর শরীরচর্চা পরিলক্ষিত হয়েছে, যা দেখে নেটিজেনরাও বলছেন, “ধন্যি মেয়ের অধ্যবসায়”। হঠাৎ এতটা ফিটনেস ফ্রিক কেন অভিনেত্রী?
বিভিন্ন সময়ে শ্রাবন্তীর ওজন বেড়ে যাওয়া নিয়ে তাঁকে শুনতে হয়েছে কটাক্ষ। তবে কটাক্ষের কারণে নয় নিজে থেকেই ফিট থাকার জন্য শ্রাবন্তী জিমে ছুটেছেন, জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠরা। তিনি নিজেও এক জিমের কর্ণধার। মধ্যমগ্রাম অঞ্চলে তাঁর জিম রয়েছে। তাঁর এখনও পর্যন্ত আইনত স্বামী রোশন সিংয়েরও সময় কাটে জিমেই। তাঁর নিজেরও জিম রয়েছে।
কিছুদিন আগেই শ্রাবন্তী ও তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর এক পোস্টকে কেন্দ্র করে চলে তুমুল হইচই। অনেকেই ধারণা করে নেন প্রেমের সম্পর্কে বুঝি শিলমোহর দিয়েই দিলেন দুজনে। ইনস্টাগ্রামে অভিরূপ লেখেন, “আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভাল। আমি এক পাগলিকে ভালবেসেছি।” এত অবধি ঠিকই ছিল। তবে কমেন্ট বক্সেই লুকিয়েছিল আসল উত্তর। ভেরিফায়েড প্রোফাইল থেকে ওই পোস্টে উত্তর দেন খোদ শ্রাবন্তী। আঁকেন ইমোজি। যে ইমোজির চোখে ঢাকা হাত দিয়ে– যেন মুখ তার লজ্জায় রাঙা। অভিরূপের প্রেমের কাহিনীতে ‘পাগলি’ আদপে শ্রাবন্তীই? সম্ভাবনা এড়ান যায় কি?
গুঞ্জন বলে কলকাতার একই বহুতলের আবাসিক তাঁরা। শোনা যায় রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতির পর শ্রাবন্তী নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁর সঙ্গেই। যদিও শ্রাবন্তীর মতে তাঁরা শুধুই ভাল বন্ধু। আইনি মতে শ্রাবন্তী ও রোশনের এখনও বিচ্ছেদ হয়নি। বিষয়টি আদালতে বিচারাধীন। গত বছরের ঘটনা। টিভিনাইন বাংলার হাতে এসেছিল এক ছবি। সেই ছবিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীর ফ্ল্যাটেই জমিয়ে চলছে অভিরূপের জন্মদিন সেলিব্রেশন। পার্টিতে দেখা গিয়েছিল অভিনেত্রীর বাবা-মা, দিদি স্মিতা চট্টোপাধ্যায়কেও। এর পর আরও বহু ছবিতে একসঙ্গে দেখা মিলেছে শ্রাবন্তী ও অভিরূপের। এমনকি তনুশ্রী চক্রবর্তীর প্রাক্তন প্রেমিক, নুসরত ও যশের সঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে শ্রাবন্তী ও অভিরূপকে। তবে নিজেদের সম্পর্কের কথা অন্তরালেই রাখতে চান তাঁরা। মাঝেমধ্যে যদিও বন্ধুত্বের ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। গোপন কথা থাকে না গোপনে।