Sreelekha Mitra: আলমগীরের ডাকে ওপার বাংলায়, বাবার ইচ্ছেপূরণের স্মৃতি শেয়ার শ্রীলেখার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 04, 2021 | 9:42 AM

সেখানে সেলেব জুটি রুনা লায়লা ও আলমগীরের বাড়িতে রাজকীয় আপ্যায়নের মুগ্ধ হয়েছিলেন শ্রীলেখা ও একই সঙ্গে আলমগীরের সহায়তায় খুঁজে বার করেছিলেন ফেলে আসা ভিটেমাটিও।

Sreelekha Mitra: আলমগীরের ডাকে ওপার বাংলায়, বাবার ইচ্ছেপূরণের স্মৃতি শেয়ার শ্রীলেখার
স্মৃতি।

Follow Us

বাবা নেই বেশ কয়েকদিন কেটে গিয়েছে। শ্রীলেখা মিত্রর ফেসবুক ঘাঁটলেই বাবার কথা, বাবার স্মৃতি। সত্যি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। মন জু্ড়ে আক্ষেপ, জুরিখ থেকে ফিরে দেখা হল না আর। তবে এরই মধ্যে বাবার সঙ্গে কাটানো এক সুখের স্মৃতি শেয়ার করেছেন অভিনেত্রী। শেয়ার করেছেন তাঁদের বাংলাদেশ ভ্রমণের এক না-ভোলা স্মৃতি। শেয়ার করেছেন বাবার স্বপ্ন পূরণের গল্প।

বাংলাদেশেই ছিল শ্রীলেখার শিকড়। ছোট থেকে বাবার কাছে সেখানকার গল্প শুনেই বড় হয়ে উঠেছেন তিনি। লিখছেন, “মাদারিপুর ঘটমাঝি গ্রামে জমিদারবাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পুজো, মিত্তিরদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান… অগণিত মানুষের মতো দেশভাগের শিকার আমারাও…।” এক রিয়ালিটি শো’য়ে শ্রীলেখা ও তাঁর বাবার বাংলাদেশের স্মৃতি রোমন্থনের কাহিনী শুনে ওপার বাংলা থেকে অভিনেতা আলমগীর ও গায়িকা রুনা লায়লা আমন্ত্রণ জানান শ্রীলেখা ও তাঁর বাবাকে। শ্রীলেখা পোস্টে সেই কথা জানিয়ে আরও লিখছেন, “চলে গেলার বাপ বেটি মিলে ২০১৭ সালে দেশের বাড়ির খোঁজে।”

সেখানে সেলেব জুটি রুনা লায়লা ও আলমগীরের বাড়িতে রাজকীয় আপ্যায়নের মুগ্ধ হয়েছিলেন শ্রীলেখা ও একই সঙ্গে আলমগীরের সহায়তায় খুঁজে বার করেছিলেন ফেলে আসা ভিটেমাটিও। বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন সে বার। শ্রীলেখার কাছে এটাই তৃপ্তি।

মাকে কয়েক বছর আগেই মা’কে হারিয়েছিলেন শ্রীলেখা। বাবাই ছিলেন সব। আচমকা বাবার মৃত্যু মেনে নেওয়া কঠিন তাঁর পক্ষে। পাশে পেয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু ও পরিবারকে। তবু মন খুঁজে চলেছে ওই একটি মানুষকেই।

 

Next Article