Subhashree Ganguly: অপেক্ষার অবসান, দ্বিতীয় বার মা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 30, 2023 | 4:20 PM

Subhashree Ganguly: সুখবর। কন্যাসন্তানের জন্ম দিলেন শুভশ্রী। এ দিন শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। মেয়েই চেয়েছিলেন। সেই আশাই পূর্ণ হল তাঁর। আপাতত খুশির জোয়ার চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে। 

Subhashree Ganguly: অপেক্ষার অবসান, দ্বিতীয় বার মা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
রাজ-শুভশ্রী।

Follow Us

যেমনটা রটেছিল হল ঠিক তেমনটাই। নভেম্বরের শেষ দিনে শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেতা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবা হলেন রাজ চক্রবর্তী। আর ইউভান এবার থেকে বড় দাদা। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। এ দিন শুভশ্রীর সন্তান হওয়ার খবর শেয়ার করে এক টুইট করেছেন রাজ নিজেই। তিনি লেখেন, “আমাদের বাড়িতে এক ছোট্ট ভালবাসার আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য অনেক আশীর্বাদ চাই।”

২০২০ সালে তখন ভরা লকডাউন। জন্ম হয়েছিল শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা প্রথম থেকেই ছিল তাঁদের। দু’জনে চেয়েছিলেন ইউভানের যেন এক খেলার সঙ্গী আসে। শুভশ্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁর প্রেগন্যান্সি নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ চক্রবর্তী। তিনি বলেন, ” সবটাই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।” অন্যদিকে শুভশ্রী মেয়েই চেয়েছিলেন। অবশেষে আশা পূর্ণ হয়েছে তাঁর। মা ও সন্তানকে টিভিনাইন বাংলার তরফে অনেক শুভেচ্ছা।

 

Next Article